নিজের কাস্টমার বেস বাড়ানোর জন্য টেলিকম অপারেটর গুলিকে নানান ধরনের অফার নিয়ে আসতে আমরা দেখেছি। কিন্তু এমন বিষয় খুব কমই দেখা গেছে যেখানে টেলিকম অপারেটররা একদম বিনামূল্যে ডেটা (Data) দিচ্ছে তাদের ইউজারদের। এমনটাই ঘটিয়ে দিয়েছে ভি (Vi) অর্থাৎ ভোডাফোন আইডিয়া।
ভোডাফোন-আইডিয়া এই কাজটা অনেকবারই করেছে নিজেদের ইউজার বেস বাড়ানোর জন্য। কাস্টমারদের বিনামূল্যে অফার করেছে ডেটা। সম্প্রতি এমন ব্যাপারই খেয়াল করা গেছে মধ্যপ্রদেশের এক ব্যক্তির ক্ষেত্রে। টেলিকমটক থেকে পাওয়া এক তথ্য অনুযায়ী জানা যাচ্ছে তার বাড়ির ছত্রিশগড় সার্কেলের মধ্যেই।
তিনি আজ হঠাৎ করে দেখেন তার ভি অ্যাকাউন্ট (Vi Account) খুলে দেখেন সেখানে 1024mb ডেটা একদম বিনামূল্যে ক্রেডিট করে দেওয়া হয়েছে। তখনই তিনি বিস্ময়ে হতবাক হয়েযান। তার সিমেতে কোন রকম অ্যাক্টিভ ডেটা প্যাক ছিল না। এমনকি Vi এর কোন রকম ডেটা তিনি ব্যবহারও করেন না। এই সিমটা তিনি প্রাইমারি হিসাবেই ব্যবহার করতেন না।
সেইজন্যই হয়তো এই ধরণের অফার তাকে দেওয়া হয়েছে। যার ফলে তিনি ব্যবহার করে দেখে যদি ভালো মনে করেন পরবর্তীকালে Vi এর ডেটা প্যাক ব্যবহার করবেন রিচার্জ করে। উদ্দেশ্য এইটাই বলে মনে করা হচ্ছে। পরস্পর সাতদিনের জন্য এই ধরনের ক্রেডিট অফার করা হচ্ছে।
এই ধরনের অফার কাদের দেওয়া হচ্ছে এই বিষয়ে Vi এর তরফ থেকে কোন রকমের ঘোষণা করা হয়নি। যদিও এই ধরনের অফার অন্য কেউ পেয়েছে কিনা এখনই জানা সম্ভবও হয়নি। তাই যেকোন Vi কাস্টমারই এই ধরনের অফার পেতে পারেন। আপনি যদি একজন Vi কাস্টমার হন। এখনই আপনার অ্যাকাউন্টে সাইন ইন করে দেখুন। হয়তো আপনিও এই ধরনের অফার পেয়ে যেতে পারেন।