এতদিন পর্যন্ত রিলায়েন্স জিও এবং এয়ারটেল ইন্ডিয়া Disney+ Hotstar VIP প্ল্যান তাদের বেশ কিছু প্রিপেড রিচার্জের সাথে প্রদান করত। অবশেষে ভোডাফোন আইডিয়া অর্থাৎ Vi-ও লঞ্চ করে দিল চারটি Disney+ Hotstar VIP প্রিপেড প্ল্যান। আপনি যদি Disney+ Hotstar VIP ভালোবাসেন তাহলে এই প্ল্যান গুলি অবশ্যই দেখে নিতে হবে।
Vi লঞ্চ করেছে চারটি Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন প্ল্যান। সেগুলি হল 401 টাকার প্ল্যান, 501 টাকার প্ল্যান, 601 টাকার প্ল্যান এবং তার সাথে 801 টাকার প্ল্যান।
Table of Contents
401 টাকার প্ল্যান
401 টাকার প্ল্যানে আপনি আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পেয়ে যাবেন। তার সাথে প্রত্যেকদিন পেয়ে যাবেন 3 জিবি করে ডেটা। থাকবে অ্যাডিশনাল 16 জিবি ডেটার সুবিধা, 100 টা এসএমএস পাচ্ছেন প্রত্যেকদিন এবং এই প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। আর অবশ্যই এই প্ল্যানটিতে Disney+ Hotstar VIP মেম্বারশিপ পাবেন এক বছরের জন্য। এইখানে যাবতীয় অনুষ্ঠান থেকে শুরু করে লাইভ টি-টোয়েন্টি ম্যাচ সমস্তকিছু আপনি দেখতে পারবেন। এতে আপনি পেয়ে যাবেন উইকেন্ডে ডেটা রোল ওভারের সুবিধাও এবং Vi Movie & TV সাবস্ক্রিপশন।
501 টাকার প্ল্যান
এই 501 টাকার প্ল্যানটা শুধু ডেটা সেন্ট্রিক প্ল্যান। অর্থাৎ এখানে আপনি পাবেন শুধু মাত্র 75 জিবি ডেটা বেনিফিট, একবছরের Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন। সাথে Vi Movie & TV সাবস্ক্রিপশন। এই 75GB ডেটা আপনি পাবেন 56 দিনের জন্য।
601 টাকার প্ল্যান
এই 601 টাকার প্ল্যানে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। প্রত্যেকদিন 3 জিবি করে ডেটা এবং 100 টা করে এসএমএস সুবিধা। পাবেন এক বছরের Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন এবং অ্যাডিশনাল 32 জিবি ডেটা। এই প্যাকেজের ভ্যালিডিটি 56 দিন। থাকছে ইউকেন্ড ডেটা রোলওভারের সুবিধা। সাথে Vi Movie & TV সাবস্ক্রিপশন। আর অবশ্যই এই প্ল্যান এর মধ্যেও রাত 12 টা থেকে সকাল 6টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট একসেস করতে পারবেন।
জেনে নিন : Gmail এর খুবই গুরুত্বপূর্ণ ও গোপন ট্রিক্স, অদৃশ্য হওয়া ও পাসওয়ার্ড প্রটেক্টেড ইমেইল, এখুনি জেনেনিন
801 টাকার প্ল্যান
Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন সমেত ভোডাফোন-আইডিয়ার সবথেকে দামি প্যাক হলো এই 801 টাকার প্ল্যানটা। এর মধ্যে অবশ্যই এক বছরের জন্য Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন পেয়ে যাবেন, 48 GB এক্সট্রা ডেটা পেয়ে যাবেন। ট্রুলি আনলিমিটেড কলের সুবিধা পাবেন। প্রত্যেকদিন 3gb করে ডেটা পাবেন। থাকবে 100 টা এসএমএস প্রত্যেকদিন। উইকেন্ড ডেটা রোলওভারের সুবিধা থাকছে। সাথে Vi Movie & TV সাবস্ক্রিপশন। এই প্যাকের ভ্যালিডিটি 84 দিন। এই প্যাক এর মধ্যেও রাত 12 টা থেকে সকাল 6টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট পাবেন।
অনেকেরই Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন প্রয়োজন হয়ে থাকে। তাদের জন্য নিঃসন্দেহে এই প্ল্যান গুলি অসাধারণ। এয়ারটেল আর রিলায়েন্স জিওর মতোই এবার ভোডাফোন আইডিয়া শুরু করে দিলো ডিজনি প্লাস হটস্টারে সাবস্ক্রিপশন। এর আগেও আমরা দেখেছিলাম অসাধারণ কিছু হেলথ ইন্সুরেন্স যুক্ত প্ল্যান পাওয়া যাচ্ছিল এর তরফ থেকে। সেগুলোও দেখে নিতে ভুলবেন না।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।