Free WiFi দেওয়া হবে দেশের এই রাজ্যে, এমনই চমকপ্রদ ঘোষণা করা হল

Free Wifi ShresthoTech

ইন্টারনেট এখনকার সময়ে আমাদের প্রতি মুহূর্তে কাজে লাগে। সেটা এন্টারটেইনমেন্ট পারপাসেই হোক বা কাজের ক্ষেত্রে। সেই জন্যই ভালো ইন্টারনেট কানেক্টিভিটি এখনকার সময়ে লাইফ লাইন হয়ে গেছে। 

এই পরিস্থিতি বিবেচনা করেই এবার উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করে দিল তারা বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা প্রদান করবে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন আজকেই। তিনি জানিয়েছেন পাবলিক প্লেসে এবার হাইস্পিড ফ্রি ওয়াইফাই প্রোভাইড করবে উত্তরপ্রদেশ সরকার। ডিএনএ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে রাজ্যের 217 টি শহরে এই ফ্রি ওয়াইফাই প্রোগ্রাম শুরু করা হবে। তার মধ্যে 17 টি মিউনিসিপ্যালিটি এলাকাও থাকবে এই প্রকল্পের অন্তর্ভুক্ত। 

বেশ কয়েকটি জনপ্রিয় জায়গা যার মধ্যে মথুরা, গাজিয়াবাদ, অযোধ্যা, কানপুর, আলীগড়, আগ্রা ও আরও অন্যান্য জনপ্রিয় জায়গাগুলোতেও বিনামূল্যে ওয়াইফাই প্রদান করা হবে।

জেনেনিন : Clubhouse জয়েন করতে আর লাগবেনা Invite Code, বহুপ্রতিক্ষিত ঘোষণা করল তারা

তবে বাড়ি-বাড়ি এই ওয়াইফাই দেওয়া হবে না। তার পরিবর্তে পাবলিক প্লেসে, যেমন- রেলওয়ে স্টেশন বা বিভিন্ন কার্যালয়ের আশেপাশেই বা গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে করা হবে এই বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা স্থাপন। রাজ্যের ভোট এগিয়ে আসছে খুব শীঘ্রই। এই পরিস্থিতিতে দেশের জনগণকে আকৃষ্ট করতেই এই ধরনের ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার- এমনটাই মনে করছেন অনেকে। 

তবুও বর্তমান পরিস্থিতিতে যখন  ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে তখন এই ধরণের সুবিধা সকলের অনেক উপকারে লাগবে সেটা নিঃসন্দেহে বলা যায়।