হোয়াটসঅ্যাপে খুব শীঘ্রই দুটি ইন্টারেস্টিং ফিচার্স আসতে চলেছে, আরও বেশি সুবিধা প্রদান করবে WhatsApp

two-interesting-upcoming-features-of-whatsapp

হোয়াটসঅ্যাপে খুব শীঘ্রই দুটি ইন্টারেস্টিং ফিচার্স আসতে চলেছে। যে ফিচার গুলি অবশ্যই ইউজারদের আরও বেশি সুবিধা প্রদান করবে। চলুন দেখে নেওয়া যাক কি কি নতুন ফিচার আর মাত্র কয়েক দিনের মধ্যেই চলে আসবে হোয়াটসঅ্যাপে। 

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার গুলোর মধ্যে খুব শীঘ্রই যে ফিচারটা আসতে চলেছে সেটা হল Recording Playback Speed। মনে করা হচ্ছে হোয়াটসঅ্যাপের 2.21.60.11 এই ভার্সনের আপডেটে এই নতুন ফিচারটি চলে আসবে। যেখানে আপনাকে পাঠানো Voice Message আপনি 1X, 1.5X ও 2X স্পিডে শুনতে পারবেন। 

যারা অনেকটাই দীর্ঘ ভয়েস মেসেজ পাঠান এবং সেই ভয়েস ম্যাসেজ যদি খুব দ্রুত শোনার প্রয়োজন হয়ে থাকে। তাহলে এই ফিচারটি ব্যবহার করে সেই কাজটি করা যাবে খুব সহজেই। নিঃসন্দেহে এটি একটি দারুন ফিচার।

দ্বিতীয় যে আপডেট আসছে তার সাহায্যে আপনার প্রয়োজন হলে নির্দিষ্ট কিছু চ্যাট বক্সে যদি রং অনুযায়ী আলাদা করতে চান। তাহলে এই ফিচারটি কে ব্যবহার করে আপনি করতে পারবেন। আপনি পাবেন ডার্ক শেড থেকে শুরু করে গ্রীনার ধাঁচের শেড নিয়ে আসতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সে। 

জেনে নিন : Free Fire সম্পর্কে এই হতবাক করা তথ্যগুলি জানেন কি? ফ্রি ফায়ার অজানা কাহিনী

তবে এই ফিচার কবে আসবে সে সম্পর্কিত কোনো রকম অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও হোয়াটসঅ্যাপের কাছ থেকে পাওয়া যায়নি। তবে ইতিমধ্যে বিষয়টিকে আইওএস ইউজারদের জন্য বিটা টেস্টিংয়ে নিয়ে চলে আসা হয়েছে। 

হোয়াটসঅ্যাপের মধ্যে অসাধারণ সব সিকিউরিটি ফিচার রয়েছে যেগুলো আপনি ব্যবহার করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন আরও সিকিউর হয়ে যাবে। অবশ্যই সেই ফিচারগুলো কে ব্যবহার করুন। আর নিঃসন্দেহে এই ফিচারগুলো যদি আগামী দিনে হোয়াটসঅ্যাপে চলে আসে তাহলে এই অ্যাপ্লিকেশন কে আরও সুন্দর ভাবে ব্যবহার করতে পারবেন তার ইউজাররা। এবার কবে এই সমস্ত ফিচার্স করা হবে সে বিষয়ে বিস্তারিত খবর আমরা জানাতে থাকবো আপনাদের। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।