টুইটার রীতিমতো জনপ্রিয় সকল ইউজারদের কাছে। তারা এই জনপ্রিয়তার কথা খেয়াল রেখেই নিত্যনতুন ফিচারস নিয়ে আসে তাদের এই মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এর জন্য। এবার এক নতুন ফিচার নিয়ে চলে এলো তারা।
আজ থেকে টুইটারে আপনি ভয়েস DM পাঠাতে পারবেন। অর্থাৎ যেমন আমরা ভয়েস মেসেজ পাঠায় ঠিক তেমনি আপনি ডাইরেক্ট মেসেজ পাঠাতে পারবেন ভয়েস রেকর্ডিং করে।
কিভাবে ব্যবহার করবেন এই ফিচার কে ?
টুইটারের এই ভয়েস DM পাঠানোর জন্য সর্বপ্রথম আপনার টুইটার App কে আপডেট করে নিন। তারপর নতুন একটি চ্যাট আপনাকে স্টার্ট করতে হবে বা আগের চ্যাটে যেতে হবে। তারপরই ভয়েস রেকর্ডিং আইকন আপনি দেখতে পাবেন। সেটাই ক্লিক করতে হবে এবং আপনার রেকর্ড শুরু করে দিতে হবে। আপনার রেকর্ড করা শেষ হলে আবার সেই আইকনে ট্যাপ করে দিন।
পাঠানোর আগে আপনি ভালোভাবে শুনেও নিতে পারবেন আপনি কি রেকর্ড করেছেন। এন্ড্রয়েড এবং আইওএস এই দুই প্ল্যাটফর্মের সবাই খুব শীঘ্রই পেয়ে যাবে এই আপডেট। আর এই ভয়েস DM হতে পারবে 140 সেকেন্ড পর্যন্ত দীর্ঘ। এই নতুন ভয়েস মেসেজ আপনি ডাইরেক্ট মেসেজ হিসাবে পাঠাতে পারবেন। অথবা ভয়েস টুইট হিসাবেও পাঠাতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য গত বছরই ভয়েস টুইট লঞ্চ করেছিল টুইটার।
টুইটারের এই নতুন ফিচার বিশ্বের বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই রোল আউট করা শুরু করে দিয়েছে তারা। ভারত, ব্রাজিল এবং জাপানের ইউজাররা অলরেডি পেতে শুরু করে দিয়েছেন এই নতুন ফিচার। খুব শীঘ্রই Voice DM আসতে চলেছে টুইটার ওয়েবেও।
আপনি কি টুইটার ব্যবহার করেন? তাহলে জয়েন করুন আমাদের সাথে টুইটারে। সমস্ত লেটেস্ট টেক নিউজ সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপে !