সাময়িক বিরতি নিয়ে আবার নেওয়া শুরু হল Twitter Account Verification Request, আপনার টুইটার একাউন্ট ভেরিফাই করে নিন এই সুযোগে

twitter restarts taking account verification requests after a momentary pause

কয়েক বছরের লম্বা গ্যাপ দেওয়ার পর গত মাসেই টুইটার লঞ্চ করে দিয়েছিল তাদের একাউন্ট ভেরিফিকেশন (Twitter Account Verification) রিকোয়েস্ট নেওয়া। আপনি যদি চান আপনার অ্যাকাউন্ট টুইটার ভেরিফাই করুক, তাহলে আপনাকে আপিল করতে হতো নির্দিষ্ট কিছু পদ্ধতি মেনে।

কিন্তু সকলকে হতাশ করে মাত্র 7 দিন চলার পরে সেই ভেরিফিকেশন অ্যাপিল নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল টুইটার এর তরফ থেকে। জানানো হয়েছিল অনেক ভেরিফিকেশনের রিকোয়েস্ট তারা পেয়েছেন। সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করার জন্য তারা ব্যস্ত হয়ে রয়েছেন।

তখনও আমরা জানতাম না কবে থেকে সেই প্রসেস আবার রিস্টার্ট হবে। অবশেষে আজই টুইটারের তরফ থেকে জানানো হয়েছে যে তারা আবার ভেরিফিকেশন রিকোয়েস্ট নেওয়া শুরু করে দিয়েছেন। 

এই বিষয়ে বিস্তারিত জানিয়ে টুইটার ভেরিফাইড এর তরফ থেকে একটি টুইট করা হয়। সেখানে তারা বলেছেন ভেরিফিকেশন রিকোয়েস্ট এখন নেওয়া হচ্ছে। মাঝখানে থামিয়ে দেওয়ার জন্য অত্যন্ত রকমের দুঃখিত তারা। এখন থেকে আপনি আবার ব্লু ব্যাচের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। 

আপনিও যদি চান আপনার টুইটার অ্যাকাউন্ট কি ভেরিফাই করে নিতে। এবং আপনি যদি চান সেখানে টুইটারের দেওয়া ব্লু ব্যাচ থাকুক। তাহলে অবশ্যই তাদের ভেরিফিকেশন রিকোয়েস্ট করে আপনাকে জানতে হবে। কিভাবে ভেরিফিকেশনের জন্য এপ্লাই করবেন তা জেনে নিন এখানে। 

তারপরে এই সমস্ত পদ্ধতিগুলোর মেনে আপনার একাউন্ট থেকে ভেরিফিকেশন রিকোয়েস্ট পাঠিয়ে দিন টুইটার কে। টুইটার এর আগেও জানিয়ে ছিল আপনার যদি এই Account Verification অ্যাপ্লিকেশন এপ্রুভ হয়ে যায়। তাহলে অটোমেটিকালি আপনার একাউন্টে নামের পাশে দেখানো শুরু করে দেওয়া হবে Blue Badge। 

জেনে নিন : সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে 3 মাসের ফ্রি ইন্টারনেট! ভাইরাল WhatsApp মেসেজের আড়ালে কি অভিসন্ধি?

আবার একবার এপ্লাই করে আপনি যদি ভেরিফাই নাও হন। তাহলে হতাশ হতে হবে না আপনাকে। ডিক্লাইন হওয়ার 30 দিন পরে আপনি আবার এপ্লাই করতে পারবেন ভেরিফিকেশনের জন্য। আপনি যদি টুইটার খুব ভালোবাসেন। এবং আপনার একাউন্ট ভেরিফাই করতে চান। তাহলে অবশ্যই সমস্ত পদ্ধতি আগে উপরে দেওয়া আর্টিকেল থেকে জেনে নিন। তারপরে এপ্লাই করে দিন।