এক সপ্তাহ যেতে না যেতেই থামিয়ে দেওয়া হল Twitter Verification প্রসেস, হতাশ ইউজাররা

twitter paused their account verification programme

গত সপ্তাহেই আমরা জানিয়েছিলাম টুইটার তাদের ভেরিফিকেশন প্রসেস (Twitter Verification Process) শুরু করেছে। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই টুইটার আবার থামিয়ে দিল তাদের ভেরিফিকেশন প্রসেস। এই বিষয়ে টুইটার এর তরফ থেকে জানানো হয়েছে তিন বছর পর তারা শুরু করেছে তাদের এই ভেরিফিকেশন প্রসেস। এবং ইতিমধ্যে এই ভেরিফিকেশন রিকোয়েস্ট অনেক সাড়া পেয়েছেন তারা। তাই কিছুদিনের জন্য তারা এখন এই ভেরিফিকেশন প্রসেস কে থামিয়ে রাখবেন। 

এর ফলে এতদিন ধরে যত ভেরিফিকেশন রিকোয়েস্ট সাবমিট হয়েছে। সমস্ত কিছু তারা যাচাই করে দেখতে পারবেন। এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন। তবে তার জন্য হতাশ হবার কিছু নেই। ইউজারদের কথা ভেবে Twitter এটাও জানাতে ভোলেননি যে খুব শীঘ্রই এই ভেরিফিকেশন প্রসেস কে আবার শুরু করে দেওয়া হবে। আপনি যদি টুইটার ব্যবহার করেন এবং তাহলে আপনিও ভেরিফিকেশন রিকোয়েস্ট পাঠাতে পারেন টুইটারকে।

যার ফলে তারা আপনার টুইটার প্রোফাইল যাচাই করে দেখবে। এবং সমস্ত কিছু নিয়ম মেনে যদি আপনার টুইটার অ্যাকাউন্ট থাকে। তাহলে আপনাকে ভেরিফাই করে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি Blue Tick পেয়ে যাবেন টুইটারের তরফ থেকে। অনেকের ক্ষেত্রেই এটা অত্যন্ত আকর্ষণীয় একটা জিনিস। এবং সত্যি করেই Blue Tick পাওয়া মানে আপনার একাউন্ট ভেরিফাইড এবং বিশ্বস্ত হয়ে যায় সবাইকার কাছে। 

জেনে নিন : Instagram Reels থেকেও করা যাবে টাকা ইনকাম, আসছে Instagram Reels Bonus Programme

আপনি যদি আপনার টুইটার একাউন্ট ভেরিফাই করে নিতে চান তাহলে এই আর্টিকেলে দেওয়া পদ্ধতি গুলো ভালো ভাবে মেনে চলুন। এবং আপনার একাউন্ট ভেরিফাই করে নেওয়ার জন্য এপ্লাই করে দিন। আপাতত কিছু দিনের জন্য টুইটার ভেরিফিকেশন প্রসেস কে থামিয়ে রাখলেও আবার শুরু করে দেবে তারা। 

তাই দেরি না করে অ্যাপ্লিকেশন প্রসেসটিকে জেনে নিন এখনই উপরে দেওয়া লিঙ্ক থেকে। আবার এপ্লিকেশন নেওয়া শুরু হলে এপ্লাই করে দিন আপনার টুইটার একাউন্ট ভেরিফিকেশনের জন্য।