অবশেষে Twitter-এ আসতে চলেছে এই বহু প্রতীক্ষিত অপশন, খুশির হাওয়া ইউজারদের মধ্যে

Twitter এর জনপ্রিয়তা নিয়ে কোন রকম প্রশ্ন ওঠেনা। লঞ্চের পর থেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোর তুলনায় এই মাইক্রোব্লগিং সাইটের প্রতি মানুষের দুর্বলতা একটু অন্যরকমের। Statistica এর হিসাব অনুযায়ী 2021 সালের জানুয়ারির হিসাবে শুধুমাত্র ভারতেই 17.5 মিলিয়ন ইউজার রয়েছে টুইটারের। বলাই বাহুল্য এই সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।

কিন্তু সকল ইউজাররা টুইটারে একটা সমস্যার কথা সবসময় তুলে ধরতেন। সেটা হল এর মধ্যে কোনরকম টুইট Edit করার অপশন নেই। অর্থাৎ একবার আপনি যদি টুইট করে দিলেন সেটাকে কোনমতেই Edit করা সম্ভব হবে না। এই বিষয়ে টুইটার ফ্যানদের complain ছিল অনেক। তবে অবশেষে এই বিষয়ে টুইটার এবার নতুন পদক্ষেপ নিতে চলেছে বলেই মনে করা হচ্ছে। 

এবার সেই অসুবিধা কিছুটা হলেও শিথিল করতে চলেছে টুইটার কারণ এই বিষয়ে সদ্য সদ্য একজন লিকার একটি Tweet করেছেন। তিনি বলেছেন মনে করা হচ্ছে Twitter খুব শীঘ্রই আনতে চলেছে Undo অপশন। অর্থাৎ টুইট করে দেবার পর একটা Time Bar চলে আসবে এবং সেখানে দেখানো নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আপনি টুইট কে চাইলে Undo করে দিতে পারবেন।

শুধুমাত্র পোস্ট করে নয়, এই বিষয়ে তিনি একটি স্ক্রিন রেকর্ডিং শেয়ার করেছেন। যেটা থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই ফিচারটি কে। তার স্ক্রিন রেকর্ডিং দেখে মনে করা হচ্ছে শুধুমাত্র পাঁচ সেকেন্ডের জন্যই আপনি Undo করার সুবিধাটা পাবেন। যদিও এটা পরবর্তী সময়ে কমানো বা বাড়ানো হতে পারে। 

টুইটারের CEO জ্যাক ডরসি আগেও জানিয়েছিলেন যে টুইটারে খুব শীঘ্রই কোন Edit অপশন আনার ইচ্ছা তাদের নেই। কারন একটা SMS প্লাটফর্মের এর মতো এক্সপেরিয়েন্স দেওয়ার ইচ্ছা প্রথম থেকেই টুইটারের ছিল। টুইটারে এডিট অপশনের দাবি অনেকদিন ধরেই করে আসছিল টুইটার ব্যবহারকারীরা। যদিও এখানে এডিট করার কোন রকম সুবিধা পাওয়া যাবে না। তবুও কিছুটা হলেও সেই অসুবিধা মিটবে বলেই মনে করছে টুইটার ইউজাররা।

জেনে নিন : Redmi Note 10 5G দেশের বাজারে লঞ্চ হতে পারে রিব্রান্ডেড POCO স্মার্টফোন হিসাবে, পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত

ওই পাঁচ সেকেন্ডের মধ্যেই আপনি যদি আপনার টুইটে কোনরকম সমস্যা থাকলে ও আপনি আনডু করে দিলে আপনার টুইট মুছে যাবে। তবে টুইটারের তরফ থেকে এখনোও পর্যন্ত অফিশিয়ালি কোনরকম খবর পাবলিস করা হয়নি এ বিষয়ে। কবে এই ফিচার সবার জন্য রোল আউট হবে সেটাও জানানো হয়নি। তবে সদ্য সদ্য আমরা আপনাদের জানিয়েছি টুইটার অ্যাপ্লিকেশনে অনেক আপডেট এসেছে যেখানে ইন্টারেস্টিং সমস্ত ফিচারস এসে যোগ হয়েছে। 

তার সাথে নিঃসন্দেহে এই সুবিধাও যদি খুব তাড়াতাড়ি রোল আউট করে দেওয়া হয় তাহলে অনেক ইউজারদেরই সুবিধা হবে। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি কি টুইটার ব্যবহার করেন? Twitter-এ আমরা লেটেস্ট টেক নিউজ নিয়ে আসি। সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।