Twitter লঞ্চ করে দিল Super Followers, এইভাবে টাকা ইনকাম করা যাবে Twitter থেকে

twitter super followers

Youtube এর মতোই বর্তমানের বিভিন্ন সোশ্যাল সাইটে ইনকামের পথ দারুন ভাবে বেড়ে চলেছে। নানা ধরণের এক্সপেরিমেন্ট সবসময় সেখানে চলেই যাচ্ছে। আর তারই সাথে উঠে আসছে নানান ধরণের ফিচার্স। সেই বক্তব্য সামনে রেখেই টুইটার নিয়ে এলো একটি বিশেষ সুবিধা। এর নাম দেওয়া হয়েছে Twitter Super Followers। আসুন জেনে নেওয়া যাক কি সেই বিশেষ সুবিধা!

সম্প্রতি টুইটার জানিয়েছে তারা টুইটার ইউজারদের জন্য Twitter Super Followers অপশন নিয়ে আসছে। এর সাহায্যে Twitter ইউজাররা সামান্য কিছু অর্থের বিনিময়ে তাদের প্রিয় ক্রিয়েটর বা ব্যক্তির কাছ থেকে পেয়ে যেতে পারেন নানান রকম অ্যাডিশনাল কন্টেন্ট বা পার্কস।

ঠিক যেমন আমরা পায় Youtube Join অপশনে Channel Member হয়ে। সেখানে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ব্যাজ থেকে শুরু করে এডিশনাল কন্টেন্ট পেয়ে যায় আমরা। 

কি এই Twitter Super Followers?

আপনার যদি Twitter Followers বেশি হয় তাহলে এই সুবিধা ব্যবহার করে সামান্য কিছু অর্থের বিনিময়ে তাদের দিতে পারবেন বাড়তি সুবিধা। যেমন- বোনাস টুইটস, নিউজলেটার সাবস্ক্রিপশন বা স্পেশাল গ্রুপ একসেস। টুইটার উদাহরণ স্বরূপ একটি স্ক্রিনশট শেয়ার করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি Regina Lennox নামে একজন মাত্র 364 টাকায় সাপোর্টার Bagde থেকে শুরু করে, কমিউনিটি একসেস নানান সুবিধা তার ফলোয়ার্স দের প্রদান করেছেন। এই অর্থের বিনিময়ে তার ফলোয়ার্সরা ব্যাপক ভাবে এই সুবিধা উপভোগ করতে পারবেন। 

জেনে নিন : মার্চের 2 তারিখ হবে Realme Camera Innovation Event, আনভিল হবে 108MP ক্যামেরা

টুইটার তাদের ভার্চুয়াল ইভেন্টে ঘোষণা করেছে যে 2023 সালের মধ্যে তারা তাদের রেভিনিউ কে 2020 সালের তুলনায় দ্বিগুন করতে চাইছে। নিঃস্বন্দেহে এই Super Followers ফিচার এর সাহায্যে ক্রিয়েটর, তাদের ফলওয়ার্স ও সর্বোপরি টুইটার- সকলেই উপকৃত হবে। 

আপনি কি টুইটার ব্যবহার করেন? সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।