সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলির মধ্যে টুইটারের জনপ্রিয়তার এক অন্য মাত্রার একথা অস্বীকার করা যায়না। এর ইউজারের সংখ্যাও কম নয়। আর সেই সমস্ত ইউজারদের চাহিদা অনুযায়ীই প্রতিনিয়ত নিত্যনতুন ফিচার নিয়ে এসেই চলেছে টুইটার (Twitter)।
এর আগে আমরা দেখেছিলাম টুইটার ইমোজি রিঅ্যাকশন (Emoji Reaction) নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। এবার একেই পরীক্ষামূলক ভাবে লঞ্চ করে দেওয়া হল। সারা বিশ্বে লঞ্চ করে দেওয়া হয়নি। লঞ্চ করে দেওয়া হয়েছে শুধুমাত্র তুর্কি (Turkey)-তে।
পরীক্ষামূলক ভাবে লঞ্চ করে দেওয়া হল টুইটারের Emoji Reaction ফিচার
এই বিষয়ে বিস্তারিত আমরা অনেক আগে থেকেই শুনে আসছি। এর আগে আমরা দেখেছিলাম ফেসবুক (Facebook) এই ধরনের ইমোজি রিঅ্যাকশন নিয়ে এসেছিল। মাঝে আমরা জানতে পারছিলাম হোয়াটসঅ্যাপ (WhatsApp) তাদের মেসেজের জন্য এই ধরনের ইমোজি রিঅ্যাকশন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। আর অবশেষে টুইটার পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা শুরু করে দিল এই ইমোজি রিঅ্যাকশন কে। অ্যান্ড্রয়েড, আইওএস এবং টুইটার ওয়েব ভার্সন এর জন্য এই সুবিধা উপলব্ধ করে দেওয়া হয়েছে এখন সেখানে।
এখনো পর্যন্ত শুধু মাত্র পাঁচটা ইমোজি রিঅ্যাকশন কেই ব্যবহার করা যাচ্ছে তুর্কিতে। সেগুলি হল- 🤔, 😢, 😂, 👏 এবং ❤️। এই ইমোজি রিঅ্যাকশন গুলিকে ব্যবহার করার জন্য আপনাকে শুধুমাত্র লাইক (Like) বাটনটিকে প্রেস করে থাকতে হবে। তাহলেই এই সমস্ত ইমোজি গুলোর অপশন দিয়ে দেওয়া হবে।
জেনেনিন : 9000 টাকার মধ্যেই শীঘ্রই আসতে চলেছে Realme C25Y স্মার্টফোনটি, লঞ্চ দোরগোড়ায়
টুইটার জানাচ্ছে এক সার্ভে থেকে তাদের ইউজারদের মতামত পর্যালোচনা করেই তারা কোন রকম নেগেটিভ রিঅ্যাকশন বাদ রেখেছে তাদের প্লাটফর্ম এর মধ্যে। আর মনে হচ্ছে এইখানে পরীক্ষামূলকভাবে এই Emoji Reaction সফল হলেই সারা বিশ্বজুড়ে এই ইমোজি রিঅ্যাকশন কে ছড়িয়ে দেবে টুইটার।
এবার টুইটার ইউজাররা এই ইমোজি রিঅ্যাকশন কে কিভাবে গ্রহণ করেন তার দিকেই এখন লক্ষ্য থাকবে আমাদের। আপনিও কি টুইটার ব্যবহার করেন? কেমন লাগবে এই ইমোজি রিঅ্যাকশন আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না।