সদ্য সদ্য টুইটার অ্যাপ্লিকেশনে একের পর এক ইন্টারেস্টিং ফিচারস এসেছে ও কিছু ফিচার্স আগামী দিনেও আসতে চলেছে। সেখানে ইউজারদের জন্য নতুন টাকা ইনকাম করার অপশন যেমন এসেছে তার সাথে আসতে চলেছে বহু প্রতীক্ষিত Tweet Undo অপশনও। এই বিষয়ে আগেও আপনাদের জানিয়ে ছিলাম আমরা। এবার আরও এক খুশির খবর পাচ্ছি আমরা।
এখন টুইটারে তরফ থেকে জানানো হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে তাদের অ্যাপ্লিকেশনে। এই আপডেট আসতে চলেছে Media Sharing এর ক্ষেত্রে। যখন একটা ছবি টুইট করা হয় তখন সে ছবিটা টুইট কম্পোজার-এ এক রকম দেখতে লাগে। কিন্তু পরবর্তীকালে টুইট করার পর টাইমলাইনে অন্য রকম দেখতে লাগে। সে ক্ষেত্রে টুইট করা পূর্ণ ছবি মাঝে মাঝেই প্রকাশ পায় না। যার জন্য টুইটারে ছবি পোস্ট করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হন সাধারণ ইউজাররা।
এবার সেই সমস্যা কাটিয়ে তুলতে চলেছে টুইটার। এবার থেকে টাইমলাইনে বড় এবং আরো ভালো কোয়ালিটির মিডিয়া দেখা যাবে। শুধু মাত্র এখানেই থেমে থাকছে না। টুইটারের তরফ থেকে জানানো হয়েছে অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্লাটফর্ম থেকেই 4K ইমেজ শেয়ার করার জন্য যাবতীয় কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তারা।
জেনে নিন : কিভাবে আপনার Facebook Profile Lock করবেন? জেনেনিন সমস্ত কিছু বিস্তারিত ভাবে
তবে এই সমস্ত সুবিধাগুলো অ্যান্ড্রয়েড এবং আইওএস এর দুটো প্ল্যাটফর্মের জন্যই তারা টেস্ট করে চলেছে। টুইটার ওয়েব অ্যাপ্লিকেশন এর মত প্ল্যাটফর্মের জন্য এখনও এই সুবিধা আসবে না বলেই জানাচ্ছে তারা। বহুদিন ধরে ইউজারদের তরফ থেকে অনুরোধ করা হচ্ছিল টুইটারের Media Sharing ফিচার্স গুলিকে আরো ইম্প্রুভ করতে। সেখানে বলা হচ্ছিল শেয়ার করা ভিডিও এবং ফটোর কোয়ালিটিও যাতে ভালো হয় সেদিকে নজর দিতে।
মনে করা হচ্ছে এতদিন ধরে ইউজারদের ফিডব্যাক গুলিকে এবার টুইটার বাস্তবায়িত করতে চলেছে। টুইটার থেকে জানানো হয়েছে 4K ইমেজ শেয়ারিং এর ক্ষেত্রে Data Usage-এ গিয়ে High Quality Images এবং High Quality image uploads আপডেট করে দিতে।
সারা পৃথিবী জুড়েই টুইটারের গুণমুগ্ধ ইউজারের সংখ্যা কম নয়। এর জনপ্রিয়তাও অত্যন্ত বেশি। তাই নিঃস্বন্দেহে টুইটারের এই আপডেট অনেক ইউজারদের আরও সুবিধা প্রদান করবে।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।