ইমোজি (Emoji) এখন আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করে রয়েছে। কোন কিছু না লিখেও মনের ভাব প্রকাশ করার এর মতো সহজ মাধ্যম বোধ হয় আগে ছিল না। আর আজকেই রয়েছে ওয়ার্ল্ড ইমোজি ডে (World Emoji Day)। এই উপলক্ষে টুইটার ইন্ডিয়া প্রকাশ করল এই বছরেরই জানুয়ারির 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত টুইটার ইন্ডিয়াতে সর্বাধিক ব্যবহৃত ইমোজির লিস্ট।
যেটা দেখে এইসময় ভারতীয় Twitter Users-দের মনের অবস্থা আপনি ভালো ভাবেই বুঝতে পারবেন। এই সময়ের মধ্যে কোন ইমোজি গুলো বেশি ব্যবহার করেছেন দেশি Twitter ইউজাররা? জেনে নেওয়া যাক।
কোন ইমোজি গুলো বেশি ব্যবহার করেছেন দেশি Twitter ইউজাররা?
এই বছরের জানুয়ারির 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখের মধ্যে টুইটার ইন্ডিয়াতে সর্বাধিক ব্যবহৃত ইমোজি হল টিয়ার্স অব জয় 😂 (Tears of joy Emoji) অর্থাৎ আনন্দাশ্রু ইমোজি টি। প্রে 🙏 (Pray Emoji) ইমোজি অর্থাৎ প্রার্থনা করার ইমোজি এরপরে রয়েছে। তারপর কাঁদার ইমোজি 😭 (Crying Emoji) এবং পরবর্তীকালে রয়েছে থাম্বস আপ 👍 (Thumbs Up Emoji) আর ROFL ইমোজি। আর এর পরে পরেই রয়েছে হার্ট আয়েজ ইমোজি 😍 (Heart Eyes Emoji), প্লিডিং ফেস ইমোজি (Pleading Face Emoji),স্মাইল ইমোজি 😊 (Smile Emoji), ফায়ার ইমোজি 🔥 (Fire Emoji), গ্রীনিং সুইট স্মাইল ইমোজি 😁 (Grinning Sweet Smile Emoji)। টুইটার ইন্ডিয়ার কাছ থেকে এমনই ইন্টারেস্টিং তথ্য উঠে এলো এবার।
শুধুমাত্র এগুলোই নয় টুইটার ক্যাটাগরি (Category) ওয়াইজ ভাগ করে দিয়েছে সবথেকে ব্যবহৃত ইমোজি গুলো কে। তার মধ্যে আপনি যদি স্পোর্টস এবং ফিটনেস(Sports and Fitness) ক্যাটেগরিতে ইন্টারেস্টেড থাকেন তাহলে সেই ক্যাটেগরিতে সবথেকে বেশি ব্যবহৃত হয়েছে ফ্লেক্সড বাইসেপ 💪 (Flexed Biceps Emoji) ইমোজি। তারপরই রয়েছে রানার 🏃 (Runner Emoji), ক্রিকেট (Cricket Emoji), কার্ট হুইল (CartWheel Emoji) এবং সার্ফার ইমোজি 🏄 (Surfer Emoji)।
হবিশ এবং এক্টিভিটিস (Hobbies and Activities) ক্যাটেগরিতে সর্বাধিক ব্যবহৃত ইমোজি গুলো দেখে নেওয়া যাক এবার। এই ক্যাটাগরিতে সর্বাধিক ব্যবহৃত হয়েছে ক্যামেরা বা ফটোগ্রাফি ইমোজি 📷 (Camera/Photography Emoji)। তারপর ডান্সিং 💃 (Dancing Emoji), হেডফোনস 🎧 (Headphones Emoji), বুকস 📚 (Books Emoji), কালার প্যালেট 🎨 (Colour Palette) এই ইমোজি গুলো।
ফুড এবং ড্রিঙ্ক (Food and Drinks) ক্যাটেগরিই বা বাদ যাই কেন! আমাদেরতো অন্যতম প্রিয় ক্যাটেগরি এটিই। আর এই ক্যাটাগরিতে সর্বাধিক ব্যবহৃত হয়েছে বার্থডে কেক ইমোজি 🎂 (BirthDay Cake Emoji)। তারপর বিয়ার মগস 🍻 (Beer Mugs), চকলেট বার 🍫 (Chocolate Bar), ফ্রেঞ্চ ফ্রাইস 🍟 (French Fries), ললিপপ 🍭 (Lollipop) এই কয়েকটি ইমোজি রয়েছে।
জেনেনিন : iPad এবং Mac কিনলে পেয়ে যাবেন বিনামূল্যে AirPods, নতুন অফার নিয়ে চলে এল Apple
অ্যাপ্রিসিয়েশন (Appreciation) ক্যাটেগরির প্রয়োজন ছিল সবথেকে বেশি। কারন সবার মনের ভাব সমান থাকে না এই লকডাউনে। অ্যাপ্রিসিয়েশন ক্যাটাগরির ইমোজি নিমেষে মন ভালো করে দেওয়ার ক্ষমতা রাখে। এই ক্যাটাগরিতে সর্বাধিক ব্যবহৃত ইমোজি হল হান্ড্রেড পয়েন্টস 💯 (100 Points)। তারপর রয়েছে বাকেট 💐 (Bouquet), ক্লাপিং হ্যান্ডস 👏 (Clapping Hands), বা গোট 🐐 (Greatest of All Time) ইমোজি। এই ক্যাটাগরিতে সবশেষে রয়েছে মেডেল ইমোজি (Medal Emoji)।
আর সবশেষে টুইটার প্রকাশ করেছে Covid-19 বিষয়ক ইমোজি গুলো কে। এই লিস্টে প্রথমে রয়েছে প্রেয়ার ইমোজি 🙏 (Prayer Emoji)। তারপরে রয়েছে উইয়ার এ মাস্ক 😷 (Wear a Mask) ইমোজি। পরবর্তীকালে SOS 🆘, স্টে এট হোম 🏡 (Stay at Home), হসপিটাল 🏥 (Hospital) ইত্যাদি ইমোজি গুলো ব্যবহৃত হয়েছে সর্বাধিক।
এই ইমোজি গুলো দেখেই বোঝা যায় গত ছয় মাসে ভারতীয়দের মনের ভাব কেমন ছিল। ইমোজি গুলোর মধ্যে আপনি কোন ইমোজি সর্বাধিক ব্যবহার করেন? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।