টুইটারের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলে এই বিশেষ অধিকার, তাহলে কি এবার ব্যান হতে চলেছে Twitter?

twitter india looses legal protection for not complying with the new it rules

ভারত সরকারের নতুন IT রুল নিয়ে টুইটার এবং সরকারের মধ্যে চাপানউতোর বেশ কয়দিন ধরেই চলছিল। ইতিমধ্যেই ফাইনাল নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে। তার জবাবে টুইটার অল্প কিছু সময় চেয়ে নিয়ে ছিল। এবার সেই সময়ের মধ্যেও উত্তর দিতে ব্যর্থ হওয়ায় টুইটারের কাছ থেকে কেড়ে নেওয়া হল বিশেষ এক অধিকার। 

ভারতে এবার বিপাকে টুইটার

এতদিন পর্যন্ত বিশ্ব বিখ্যাত টেকনোলজি কোম্পানি গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ভারত সরকারের নতুন IT রুলস মেনে নিলেও টুইটার দেরি করছিল। ভারত সরকার থেকে এই বিষয়ে ফাইনাল ওয়ার্নিং দেওয়া হলেও তারা কিছুটা সময় নিয়েছিল। সেই সময়ের মধ্যে উত্তর দিতে ব্যর্থ হওয়ায় এবার ভারতীয় আইন বিধির বিশেষ এক অধিকার ছিনিয়ে নেওয়া হল টুইটারের কাছ থেকে। 

ইন্ডিয়ান IT Act এর 79 ধারার অধীনে থাকা এই বিশেষ সুবিধা আর পাবেন টুইটার। এই পরিস্থিতিতে IPC মোতাবেক টুইটার এর উপর কোন থার্ড পার্টি ইনফরমেশন সংক্রান্ত আইনগত পদক্ষেপ নেওয়া হলে আত্মপক্ষ সমর্থনের টুইটারের কাছে জটিল হয়ে পড়বে। আর এই পরিস্থিতিতেই বিপাকে টুইটার। তবে কি এবার ব্যান হয়ে যাবে টুইটার? উঠছে এমনও প্রশ্ন। 

জেনেনিন : Battlegrounds Mobile India খেলতে গেলে প্রয়োজন হবে OTP অথেন্টিকেশনের, জেনেনিন সমস্ত নিয়ম

টুইটারের পক্ষ থেকে এক স্পোকসপারসন জানিয়েছেন আইটি মিনিস্ট্রিকে টুইটার তাদের সমস্ত রকম প্রোগ্রেস জানাচ্ছে। প্রতিটা পদক্ষেপে ব্যাপারে তাদের অবহিত করা হচ্ছে। তার সাথে নতুন একজন ইন্টার্নশিপ কমপ্লায়েন্স অফিসার নিযুক্ত করা হয়েছে। এই বিষয়েও যাবতীয় তথ্যাদি ভারত সরকারের সাথে শীঘ্রই শেয়ার করে দেওয়া হবে। এমনই দাবি করা হয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য মাত্র কয়েকদিন আগেই নাইজেরিয়াতেও ব্যান করে দেওয়া হয়েছিল টুইটারকে। তাই এবার কি ভারতেও ব্যান হয়ে যেতে পারে টুইটার? উঠে আসছে এই ধরনের প্রশ্নও।