তিন বছর আগে Twitter তাদের Account Verification প্রসেস থামিয়ে দিয়েছিল। এবার তারা আবার শুরু করতে চলেছে তাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর প্রসেস। খুব শিগগিরই নতুন ভেরিফিকেশন ফরম সবাইকার জন্য রোল আউট করতে শুরু করে দেওয়া হবে। তাই আপনি যদি চান আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হোক। তাহলে বেশি দেরি না করে এখনই সমস্ত ডিটেইলস জেনে নিন।
কাদের কাদের Twitter Account Verify করা হবে?
Twitter ভেরিফিকেশন এর জন্য কারা কারা এপ্লাই করতে পারবেন? টুইটার এই বিষয়ে 6 টি ক্যাটাগরির ব্যাপারে জানিয়েছে। যারা তাদের একাউন্ট ভেরিফিকেশন এর জন্য এপ্লাই করতে পারবেন। এই ছয়টি ক্যাটেগরি হল-
- গভর্মেন্ট,
কোম্পানিজ, ব্র্যান্ড এন্ড অরগানাইজেশনস,
নিউজ অরগানাইজেশন এন্ড জার্নালিস্টস,
এন্টারটেইনমেন্ট,
স্পোর্টস এন্ড গেমিং,
এক্টিভিটিস, অর্গানাইজারস এন্ড আদার ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিভিজুয়ালস।
তবে মনে করা হচ্ছে খুব শিগগিরই এই ক্যাটাগরির মধ্যে আরও ক্যাটাগরি যোগ করতে চলেছে টুইটার। আপনি যদি মনে করেন আপনিও এর মধ্যে এলিজেবল। তাহলে দেরি করবেন না। এখনই এপ্লিকেশন প্রসেস জেনেনিন।
কিভাবে Twitter Verification এর জন্য এপ্লাই করবেন
টুইটার ভেরিফিকেশন এর জন্য এপ্লাই করার প্রসেস টুইটার ধীরে ধীরে সবাইকার মধ্যে roll-out করছে। আপনি হয়তো এখুনি আপনার একাউন্টে এই অপশন না দেখতে পারেন। এই অপশন পেয়েছেন কিনা চেক করার জন্য প্রথমে আপনি আপনার Twitter Account ওপেন করে নিন। তারপর Settings এ যান। সেটিংসে গিয়ে দেখুন Account Verification অপশন রয়েছে কিনা।
টুইটার ধীরে ধীরে এই অপশন সবার মধ্যেই roll-out করছে। তাই আপনি যদি এখনই এই অপশনটি না দেখতে পারেন তাহলে চিন্তা করবেন না। খুব শীঘ্রই আপনার কাছে চলে আসবে এই অপশন।
এই অপশন যখন আপনি পেয়ে যাবেন তখন সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে। তার মধ্যে উপরে উল্লেখিত ছয় টি ক্যাটাগরি দেওয়া আছে। সেই ক্যাটাগরির মধ্যে আপনি যদি থাকেন। তাহলে আপনাকে ভেরিফাই করবে টুইটার। তাই সেগুলোকে ভালোভাবে যাচাই করে নিন।
যদি আপনি তার মধ্যে পড়েন তবে এপ্লাই করুন। আপনি যখন এপ্লাই করবেন তখন আপনার কাছে কিছু ডকুমেন্টস চাওয়া হবে। সেটা আপনার গভর্মেন্ট আইডি হতে পারে। অথবা অফিশিয়াল ইমেইল এড্রেস থেকে শুরু করে অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক। এই ধরনের অনেক কিছুই চাওয়া হতে পারে। অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পর আপনাকে টুইটারের তরফ থেকে ই-মেইল করে জানিয়ে দেওয়া হবে।
যদি আপনি ভেরিফিকেশনের জন্য এলিজাইবেল হন। টুইটার যদি সমস্ত কিছু যাচাই করে আপনাকে ভেরিফিকেশন করতে চায়। তাহলে অটোমেটিক ভেরিফিকেশন ব্যাচ আপনার একাউন্টে শো করতে শুরু করে দেওয়া হবে।
আপনি যদি একবার একাউন্ট ভেরিফিকেশন এর জন্য এপ্লাই করে অসফল হয়ে যান। অর্থাৎ আপনাকে ভেরিফাই করে না দেওয়া হয়। তাহলে চিন্তার কোন কারণ নেই। ডিক্লাইন হওয়ার 30 দিন পর আপনি আবার এপ্লাই করতে পারবেন এই একই প্রসেস ফলো করে।
তাই দেরি না করে এখনই Twitter Settings-এ চলে যান। Account Verification অপশন আপনি পেয়েছেন কিনা সেটা চেক করে দেখুন। এবং এপ্লাই করে নিন। এখনই যদি আপনি না পেয়ে থাকেন তাহলেও চিন্তিত হওয়ার কারণ নেই। খুব শীঘ্রই এই অপশন আপনার একাউন্টে দিয়ে দেওয়া হবে।