গত ছয় মাসে Android ও iOS প্লাটফর্মে কোন দশটি Apps সর্বাধিক ডাউনলোড হয়েছে? দেখেনিন আপনার প্রিয় Application গুলির ঠাঁয় কোথায়

Apps ShresthoTech
প্রতীকী ছবি

স্মার্টফোনের মধ্যে বিভিন্ন ধরনের কাজ খুব সহজে করে নিতে আমরা নানান অ্যাপ্লিকেশন ব্যবহার করি। আর এই অ্যাপ্লিকেশন গুলো এই কাজ করা অনেক সহজ করে দেয়। তা সে ফটো এডিটিং অ্যাপ্লিকেশনই হোক বা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন।

সম্প্রতি Sensor Tower এই বছরের প্রথম ছয় মাসে সর্বাধিক ডাউনলোড হওয়া দশটি অ্যাপ্লিকেশনের তালিকা প্রকাশ করেছে। অ্যান্ড্রয়েড প্লাটফর্মের সাথে সাথে iOS প্লাটফর্মে সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ্লিকেশনের তালিকা প্রকাশ করেছে তারা। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক সেই লিস্টে। 

কোন কোন এপ্লিকেশন গত ছয় মাসে সর্বাধিক ডাউনলোড করা হয়েছে? 

সেন্সর টাওয়ার (Sensor Tower) যে হিসাব প্রকাশ করেছে তা গুগল প্লে স্টোর এবং আইওএস এর অ্যাপ স্টোর দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। জনপ্রিয়তার কথা বলতে গেলে সেই লিস্ট অনুযায়ী গুগল প্লে স্টোর এবং অ্যাপেলের অ্যাপস্টোর দুটিতেই যথাক্রমে দ্বিতীয় এবং প্রথম স্থান দখল করে রেখেছে TikTok অ্যাপ্লিকেশন। ভারতের মতো জনবহুল দেশে এই অ্যাপ্লিকেশন ব্যান হলেও ডাউনলোডের নিরিখে অ্যাপ্লিকেশন এগিয়ে রয়েছে অনেক। 

গত ছয় মাসে গুগল প্লে স্টোরে সর্বাধিক ডাউনলোড অ্যাপ্লিকেশন হল ফেসবুকের প্রাইমারি অ্যাপ্লিকেশন। তবে এই অ্যাপ্লিকেশনে অ্যাপেলের অ্যাপস্টোর এর মধ্যে রয়েছে ষষ্ঠ স্থানে। এর পরে আমরা দেখব ফেসবুকের মেসেঞ্জার অ্যাপ্লিকেশন এর ব্যাপারে। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরে সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ্লিকেশন গুলির মধ্যে ষষ্ঠ স্থান দখল করে রয়েছে। আর অ্যাপেলের অ্যাপস্টোরে দখল করে রয়েছে সপ্তম স্থান। 

হোয়াটসঅ্যাপই বাদ যায় কেন? জনপ্রিয় এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটো প্ল্যাটফর্মের জন্যই সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ্লিকেশনগুলি লিস্টে চতুর্থ স্থানে রয়েছে। বিগত কয়েক মাসে হোয়াটসঅ্যাপ নিয়ে যা বিতর্ক সৃষ্টি হয়েছিল সমস্ত কিছু বিচার করে এই স্থান অবজ্ঞা করার মতো একদমই নয়। 

জানেন কি : মাত্র 4 মিনিটেই হবে ফুল ব্যাটারি চার্জ, 160W-এর ফাস্ট চার্জিং সমেত স্মার্টফোন ইন্ট্রোডিউস করে দিল ইনফিনিক্স, দেখেনিন Infinix Concept Phone 2021

হোয়াটসঅ্যাপ এর বিকল্প অ্যাপ্লিকেশন হিসাবে টেলিগ্রাম অনেকেই ব্যবহার করা পছন্দ করেন। এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে সর্বাধিক ডাউনলোড অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে রয়েছে অষ্টম স্থানে। অপরদিকে অ্যাপ স্টোরেতে প্রথম 10 এর মধ্যে ঠাঁই হয়নি এই অ্যাপ্লিকেশনের। বর্তমান পরিস্থিতির কথা ভেবে জুম (Zoom) অ্যাপ্লিকেশনের নামে লিস্টে থাকবে সেটা নিঃসন্দেহে বলা যায়।  Zoom App গুগল প্লে স্টোরে সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে অষ্টম স্থানে রয়েছে। আর অ্যাপ স্টোরেতে রয়েছে পঞ্চম স্থানে।  

আরেক অত্যধিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। ফেসবুকের অধীনে থাকা এই জনপ্রিয় প্লাটফর্ম অ্যাপেলের অ্যাপস্টোর এবং গুগল প্লে স্টোর, দুই জায়গাতেই সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে তৃতীয় স্থান দখল করে রয়েছে। জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব তো আমরা প্রতিদিন ব্যবহার করি। সবাইকে অবাক করে দিয়ে গুগল প্লে স্টোর এর ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি প্রথম দশের মধ্যে জায়গা পায়নি। তবে অ্যাপ স্টোরেতে সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপের লিস্টে রয়েছে দ্বিতীয় স্থানে। 

জানেন কি : নতুন ডেলিভারি অপশন Amazon Day Delivery লঞ্চ করে দিল Amazon, দূষণ থেকে বাঁচবে প্রকৃতি

গুগলের আর এক ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম গুগল মিট (Google Meet) গুগল প্লে স্টোরের ক্ষেত্রে রয়েছে নবম স্থানে। তবে ব্যাপারটা উল্টে গিয়ে এবার অ্যাপ স্টোরেতে প্রথম 10 এর মধ্যে ঠাঁই পায়নি এই অ্যাপ্লিকেশন। এরপর সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপগুলোর তালিকায় জিমেইল রয়েছে অ্যাপ স্টোরেতে দ্বিতীয় স্থানে। তবে অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে এ অ্যাপ্লিকেশন প্রথম 10 এর মধ্যে ঠাঁই পায়নি।

এর পরে আরেক জনপ্রিয় ম্যাপ গুগল ম্যাপস গুগল প্লে স্টোর এর ক্ষেত্রে প্রথম দশে স্থান পায়নি। অপরদিকে অ্যাপ স্টোরের ক্ষেত্রে স্থান পেয়েছে একদম 9 নাম্বারে। এরপর গুগল প্লে স্টোরে 10 নম্বর স্থানে রয়েছে MX Taka Tak এপ্লিকেশন। তবে iOS প্লাটফর্মে স্থান হয়নি এই অ্যাপ্লিকেশনের।