আপনার স্মার্টফোন হ্যাক হওয়া থেকে রক্ষা করুন, এই সহজ কাজটি করে হ্যাকারদের মুখে ঝামা ঘষে দিন!

Hacker ShresthoTech

আমরা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করি বা আইওএস, আমাদের মনের সব সময়ই হ্যাকিং নিয়ে চিন্তা থেকেই যায়। আর এই হ্যাকিং সংক্রান্ত সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করতে হয় আমাদের হ্যাকিং থেকে বাঁচার জন্য। 

তবে তার মধ্যে বেশিরভাগ পদ্ধতি অত্যন্ত রকমের জটিল। কিছু সাধারন পদ্ধতি মেনে চললে আমাদের আমরা হ্যাকিং থেকে খুব সহজেই বাঁচিয়ে ফেলতে পারি নিজেদেরকে। ফলে আমাদের তথ্য সিকিউর থাকে আমাদের স্মার্টফোনের মধ্যে। আর তার সাথে আমাদের কষ্টার্জিত টাকা ও রক্ষা পেয়ে যায়। এমনকি আপনার সেনসিটিভ ছবি বা ভিডিও সিকিওর থেকে যায় আপনার মুঠোফোনের মধ্যেই।

তবে আজকে সবথেকে সহজ সরল একটি পদ্ধতির ব্যাপারে জানাব আপনাকে। এই পদ্ধতি ট্রাইয়েড এবং টেস্টেড একটি মেথড। পরীক্ষিত এই পদ্ধতিটি খুব সহজেই আপনি সম্পন্ন করতে পারবেন আপনার যে কোন ডিভাইসে। এবং এর ফলে আপনার স্মার্টফোনটি, সেটা অ্যান্ড্রয়েড হোক বা iOS ডিভাইস, হ্যাকারদের হাত থেকে খুব সহজেই বাঁচিয়ে ফেলতে পারবেন আপনি। 

পদ্ধতিটা অত্যন্ত সহজ। প্রথমে আপনার স্মার্টফোনটিকে আপনি অফ (Off) করে দিন। 10 সেকেন্ড মত সময় দিন আর অফ অবস্থায় রাখুন। তারপরে আবার অন করে ফেলুন আপনার স্মার্টফোনটিকে। শুধুমাত্র এইটাই। আর অন্য কোন বিষয় নেই এই পদ্ধতির মধ্যে। আর এই সামান্য কাজের মাধ্যমেই হ্যাকারদের সমস্ত চেষ্টা বানচাল হয়ে যেতে পারে।

জেনেনিন : শীঘ্রই লঞ্চ হতে চলেছে এই চমকে দেওয়ার মতো প্রোডাক্ট গুলি, জানেন কি?

এই বিষয়ে বিস্তারিত আমরা জানতে পারছি US-র সেনেটর এঙ্গাস কিং এর কাছ থেকে। যিনি সব সময় সচেতন থাকেন হ্যাকিং থেকে নিজেকে বাঁচানোর জন্য। কারণ তার স্মার্টফোন থেকে নানান রকম সেনসিটিভ ইনফর্মেশন তাকে শেয়ার করতে হয়। সেগুলি যদি লিক হয়ে যায়, তাহলে ইউএস সরকারের ওপর বড়সড় বিপর্যয় নেমে আসতে পারে।

আর তিনি সবসময়ই চাইতে  সেই জন্য তার স্মার্টফোনকে সিকিউর রাখতে। তার সিকিউরিটি টিম এই বিষয়ে বিস্তারিত গবেষণা করে এই অতি সহজ সরল পদ্ধতিটি বের করে নিয়ে এসেছে। একটা কথা অবশ্যই খেয়াল রাখুন। আপনার স্মার্টফোন অন অফ করা মানে হ্যাকাররা আপনার স্মার্টফোন থেকে দূরে থাকবে, ব্যাপারটা এমন নয়। তবে এর ফলে আপনার স্মার্টফোন থেকে তথ্য হাতিয়ে নেওয়ার ফ্রিকোয়েন্সি অনেকটাই কমে যাবে। এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা। এমনকি সপ্তাহে অন্তত একবার আপনাকে এই কাজটা করতে বলা হচ্ছে। 

জেনেনিন : সাবধান! আপনার স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটারে ঘনিয়ে এসেছে বিপদ, ঘোষণা করল ভারত সরকার, জেনেনিন বাঁচার উপায়

আপনার স্মার্টফোন কোনরকম ভাবে হ্যাকারদের কবলে চলে গেলেও আপনি যখন অফ-অন করবেন তারপর হ্যাকারদের আবার আপনার স্মার্টফোন হ্যাক করতে বেশ কিছুটা বেগ পেতে হবে। তাই এই পদ্ধতিটা আপনি যদি নিয়মিত করতে থাকেন তাহলে বড়োসড়ো সমস্যার মুখে পড়ে যাবে হ্যাকারদের দল। আর আপনার তথ্য থেকে শুরু করে আপনার যাবতীয় গুরুত্বপূর্ন বিষয় যেগুলো আপনার স্মার্টফোনে রয়েছে, সেগুলো সমস্ত তাদের থেকে সিকিওর থাকবে।

স্মার্টফোনকে হ্যাকিংয়ের থেকে বাঁচাতে এর থেকে সহজ পন্থা আর হতেই পারেনা। তাই নিয়মিত আপনার স্মার্টফোনটিকে অফ করুন এবং কিছুক্ষণ সময় রেখে অন করে দিতে ভুলবেন না। অবশ্যই এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শেয়ার করুন আপনার প্রিয়জনকে সাথে এবং তাদেরকে সিকিওর থাকতে সাহায্য করুন। এমনই অসাধারণ সব টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।