ওভার-অ্যাডিকশনের জন্য পাবজি ব্যান হলো এই দেশটিতে, দেখে নিন বিস্তারিত।

পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষের বিবৃতিতে জানালো, পাবজি যেমন আসক্তি আনে তেমনি শিশুদের সময় নষ্ট করে দেয়, পড়াশোনায় বিঘ্ন ঘটায়।

এই আসক্তি (অ্যাডিকশন) হওয়ার কারণে পাকিস্তান সাময়িকভাবে পাবজি ব্যান করেছে।

এর আগে ভারত চায়নার 59 টি অ্যাপ ব্যান করেছিল, মনে করা হচ্ছে পাকিস্তানে পাবজি ব্যানের সঙ্গে এর যোগ আছে। যদিও পাকিস্তান তা স্বীকার করেনি।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা নাকি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে পাবজি সম্বন্ধে অভিযোগ পেয়েছিল।

আমরা এর আগেও দেখেছি বহুদেশ পাবজির অ্যাডিকটিভ নেচারের জন্য ব্যান করে দিয়েছে। পাকিস্তান আরো জানায় এটি বাচ্চাদের মানসিক একাগ্রতাকে বিঘ্নিত করে, বাচ্চারা চঞ্চল হয়ে ওঠে, তাই এই ব্যান।

যদিও বলে রাখা ভালো এই ব্যান অল্প দিনের জন্য তথা সাময়িক। পিটিএ 10 জুলাইয়ের মধ্যে পাবজি সম্পর্কে প্রতিক্রিয়া চেয়েছে, তারপরে নিষেধাজ্ঞার বিষয়টি স্থগিত হবে কিনা তা সিদ্ধান্ত নেওয়া হবে।

কর্তৃপক্ষ উক্ত অনলাইন গেমের প্রসঙ্গে জনগণের মতামত চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও জানুন : এবার হোয়াটসঅ্যাপেও মেসেঞ্জারের মতো অ্যানিমেটেড স্টিকার ব্যবহার করতে পারবেন !

এখনো স্পষ্ট নয় যে ভারতের 59 টি চাইনিজ ব্যানের সঙ্গে এর কোন সম্বন্ধে রয়েছে কিনা তবে পাবজি ডেভেলপারও এক চাইনিজ কোম্পানি।

এর সম্বন্ধে আরও বিস্তারিত কিছু জানা গেলে অবশ্যই জানানো হবে।