আপনার তথ্য চুরি করছে এরা, সামনে এল হতবাক করা তথ্য

মাত্র কিছুদিন আগে iOS14 এ নতুন ফিচার যোগ করেছিল অ্যাপেল। সেখানে ব্যাকগ্রাউন্ডে কোন এপ্লিকেশন কোন তথ্য একসেস করছে সেটা জানিয়ে দেওয়া হচ্ছিল । আর সেটা দেখেই হতবাক হয়ে যান সাধারণ আইফোন ইউজাররা।

এই ফিচার আনা হয়েছিল সবার মধ্যে স্বচ্ছতা আনতে । এবং তার সাথে ইউজারদের অজান্তে কোন অ্যাপ ট্র্যাক করছে কিনা সেটাও ইউজারদের জানাতে । 

কি সমস্যা দেখা দিচ্ছে ?

আইফোন ইউজাররা যদি কোন ধরনের লেখা কপি করে রাখেন তাদের ক্লিপবোর্ডে । এবং তারপর যখন অধিক জনপ্রিয় কিছু অ্যাপ্লিকেশন খুলছেন দেখা যাচ্ছে সেই লেখাগুলোকে অলরেডি ট্র্যাক করতে শুরু করে দিয়েছে সেই অ্যাপ্লিকেশন গুলি।

অর্থাৎ আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড সহ, আপনার ব্যাঙ্কিং ডিটেল্স যদি কখনও আপনি কপি করে রেখে দেন আপনার ক্লিপবোর্ডে। সেটা আর শুধুমাত্র আপনি জানছেন না । 

নানান অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে যেকোন এপ্লিকেশন সেটা জেনে যাচ্ছে । ব্যাপারটা কতটা সাংঘাতিক হতে পারে সেটা এইটা পড়লেই বোঝা যায় । এবং আমাদের শিহরিত হয়ে উঠতে হয়।

মানে আমাদের লেখা কোন কিছুই আর গোপন থাকছে না । সেগুলো জেনে যাচ্ছে সেই অ্যাপ্লিকেশন গুলি। 

এই ব্যাপারটা আসতেই হইচই পড়ে যায় ইউজারদের মধ্যে।

এ বিষয়ে টিকটক একটি স্টেটমেন্টে জানায় এই ব্যবস্থাটা তারা রেখেছিল স্পামি বা রিপিটেটিভ বিহেভিয়ার কে দূর করার জন্য। 

আরও জানুন : এক্ষুনি ডিলিট করুন এই অ্যাপ্লিকেশনগুলি, না হলে বিপদ, বললো এভাস্ট !

তবে ইউজাররা মানতে পারছেন না টিকটকের এই বক্তব্যকে । কারণ টিকটক নিয়ে এর আগেও অনেক বিতর্ক দেখা দিয়েছিল যা নিয়ে প্রশ্নচিহ্ন পড়েছিল ইউজারদের প্রাইভেসির ওপর। 

কারা ট্রাক করছে আপনার লেখা ?

এর মধ্যে রয়েছে টিকটক, গুগল ক্রোম, এবিসি নিউজ, সিএনবিসি, ফক্স নিউজ এর মত জনপ্রিয় ওয়েবসাইট গুলিও।

শুধুমাত্র তাই নয়। কিছু বিখ্যাত গেম রয়েছে এই তালিকায়। সেই গেম গুলি –

  1. 8 Ball Pool™ — com.miniclip.8ballpoolmult
  2. AMAZE!!! — com.amaze.game
  3. Bejeweled — com.ea.ios.bejeweledskies
  4. Block Puzzle —Game.BlockPuzzle
  5. Classic Bejeweled — com.popcap.ios.Bej3
  6. Classic Bejeweled HD —com.popcap.ios.Bej3HD
  7. FlipTheGun — com.playgendary.flipgun
  8. Fruit Ninja — com.halfbrick.FruitNinjaLite
  9. Golfmasters — com.playgendary.sportmasterstwo
  10. Letter Soup — com.candywriter.apollo7
  11. Love Nikki — com.elex.nikki
  12. My Emma — com.crazylabs.myemma
  13. Plants vs. Zombies™ Heroes — com.ea.ios.pvzheroes
  14. Pooking – Billiards City — com.pool.club.billiards.city
  15. PUBG Mobile — com.tencent.ig
  16. Tomb of the Mask — com.happymagenta.fromcore
  17. Tomb of the Mask: Color — com.happymagenta.totm2
  18. Total Party Kill — com.adventureislands.totalpartykill
  19. Watermarbling — com.hydro.dipping

এই বিষয়ে অনান্য এ্যাপলিকেশন গুলো এখনো তাদের বক্তব্য জানায়নি। তবে অবশ্যই তাদের বক্তব্যের জন্য অপেক্ষা করে রয়েছি আমরা।