টেকনো স্পার্ক গো 2021(Techno Spark Go 2021) লঞ্চ হয়েছিল মাত্র কয়েকদিন আগেই। 5000mh ব্যাটারি সহ ডুয়েল ক্যামেরা সেটআপ ও আরও বেশ কয়েকটি ইন্টারেস্টিং ফিচারের সাথে নিয়ে আসা হয়েছিল এই স্মার্টফোন কে। আর ভারতে আজই শুরু হতে চলেছে এই স্মার্টফোনের প্রথম সেল। জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের ডিটেইলড স্পেসিফিকেশন্স, প্রাইস, সেল টাইম ও সেল অফার, সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
Techno Spark Go 2021 স্পেসিফিকেশন্স
Techno Spark Go 2021 এর মধ্যে রয়েছে 6.52 ইঞ্চির HD Dot Notch ডিসপ্লে। পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরযুক্ত ডুয়েল ক্যামেরা। রয়েছে 8 মেগাপিক্সেল AI সেলফি ক্যামেরা। পেয়ে যাবেন Microslit Flash এর সুবিধা। সিকিউরিটির জন্য রয়েছে স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও Face Unlock 2.0-র উপস্থিতি।
পেয়ে যাবেন ব্লুটুথ অডিও শেয়ার(Bluetooth Audio Share) এর মত সুবিধাও। ডুয়াল ফোরজি সাপোর্ট এবং তার সাথে 2GB+32GB স্টোরেজ ভেরিয়েন্ট এভেলেবেল থাকবে। রয়েছে MediaTek Helio A20 প্রসেসর। পেয়ে যাবেন ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট।
জানেন কি : আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করে দিয়েছেন কিনা কিভাবে বুঝবেন? জেনিনে সিক্রেট টিপস গুলো
ব্যবহার করতে পারবেন দুটো ন্যানো সিম কার্ড এবং তার সাথে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড। তিনটি কালার ভেরিয়েন্টে স্মার্টফোনটি পাওয়া যাবে। সেগুলি হল Maldives Blue, Galaxy Blue এবং Horizon Orange।
Techno Spark Go 2021-এর দাম ও সেল অফার
Techno Spark Go 2021 স্মার্টফোনটির সেল শুরু হবে আজ থেকেই। স্মার্টফোনটির দাম 7,299 টাকা কিন্তু লঞ্চ অফার হিসেবে পাওয়া যাবে মাত্র 6,699 টাকায়। সেল শুরু হবে আজ দুপুরে 12 টায়, আমাজন ইন্ডিয়ার অফিসিয়াল স্টোর থেকে।