অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল Tecno Spark Go 2021 স্মার্টফোনটি। জেনে নেওয়া যাক এর দাম, স্পেসিফিকেশন্স ও সেল ডেট।
Tecno Spark Go 2021 স্পেসিফিকেশন্স
স্মার্টফোনটিতে থাকছে HD+ 1600 × 720 Pixel Resolution যুক্ত 6.52-Inch IPS LCD Display। এছাড়াও রয়েছে 90Hz Refresh Rate। একই সাথে 480 Nits Peak Brightness থাকছে এবং 20:9 Aspect Ratio রয়েছে। এই স্মার্টফোনে পেয়ে যাবেন 1.8GHz Helio A20 Chipset। 2GB RAM এবং 32GB Internal Storage থাকছে স্মার্টফোনটির মধ্যে।
ক্যামেরার কথা বলতে গেলে এটিতে আপনি পেয়ে যাবেন Dual-Camera Setup যেখানে 13MP Primary Main Camera এবং Secondary Camera হিসাবে থাকছে AI Camera বিদ্যমান। এরই পাশাপাশি 8MP Camera মাধ্যমে Selfies এবং Video-Calling উপভোগ করতে পারবেন।
অবশেষে দেখা যাক ব্যাটারির ব্যাপারে। স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি থাকছে। এছাড়াও Android 10 এর উপর বেস করে তৈরি। এরই সাথে থাকছে Dual-SIM Support, 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n/ac, Bluetooth 4.2, GPS, 3.5mm Audio Jack এবং MicroUSB Port। একই সঙ্গে পাবেন Physical Fingerprint Sensor এবং Face Unlock Support এর সুবিধা।
স্মার্টফোনটি আপনি Horizon Orange, Maldives Blue এবং Galaxy Blue Colour ভেরিয়েন্টে পেয়ে যাবেন।
Tecno Spark Go 2021 দাম কত রাখা হয়েছে?
এই স্মার্টফোনটির ভারতীয় মুদ্রায় দাম রাখা হয়েছে 7,299 টাকা। তবে স্পেশাল লঞ্চ অফার হিসাবে আপনি মাত্র 6,699 টাকায় পেয়ে যেতে পারেন।
Tecno Spark Go 2021 সেল Date কবে?
এর সেল শুরু হচ্ছে আর মাত্র কিছু দিন পরেই। সেল শুরু হবে 7th July দুপুর 12 PM থেকে। গ্রাহকরা এটি Amazon ইকমার্স প্লাটফর্মের মাধ্যমে কিনতে পারবেন।