টাটা স্কাই বার্ষিক রিচার্জে 2 মাসের নিখরচায় পরিষেবা দিচ্ছে ! জেনে নিন বিস্তারিত !
টাটা স্কাই এই অফারটি আসলে কি?
একটি খুব সহজ অপশনের মাধ্যমে বার্ষিক রিচার্জের সাথে “টাটা স্কাই ক্যাশব্যাক” প্রদান করছে এই DTH অপারেটর।
এই অফারের মাধ্যমে বার্ষিক রিচার্জে 2 মাসের নিখরচায় পরিষেবা পাবেন, তবে রয়েছে একটি শর্ত।
কি সেই শর্ত?
অফারটি কেবলমাত্র সেই গ্রাহকদের জন্য উপলব্ধ যারা সিটি ব্যাংক ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে তাদের টাটা স্কাই অ্যাকাউন্টটি রিচার্জ করবেন।
সিটি ব্যাংক কর্পোরেট কার্ড ব্যবহারকারীরা অফারটি পাবেন না।
টাটা স্কাই গ্রাহকরা যাদের ইতিমধ্যে লং-টার্ম চ্যানেল প্যাক রয়েছে তাদের জন্য নতুন সিটি ব্যাংক অফারটি নয়।
এছাড়াও, অফারটি কেবল টাটা স্কাইয়ের কারেন্ট ইউজারদের জন্য উপলব্ধ, অর্থাৎ সাবস্ক্রিপশন প্যাকের ক্ষেত্রে অফারটি পাওয়া যাবেনা।
অফারটি কেমনভাবে লাভ করবেন ইউজাররা?
টাটা স্কাই মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট উভয়ের মাধ্যমেই সিটি ব্যাংক ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে রিচার্জ করলে অফারটি লাভ করবেন ব্যবহারকারীরা।
রিচার্জের তারিখ থেকে সাত দিনের মধ্যে ক্যাশব্যাক আপনার একাউন্টে ক্রেডিট করা হবে।
টাটা স্কাইও আস্বস্ত করেছে যে এক মাসের ক্যাশব্যাক ৪৮ ঘন্টার মধ্যে ক্রেডিটেড হবে। পরের মাসের ক্যাশব্যাকটি সাত দিনের মধ্যে আসবে।