গত মাসেই Spotify করেছিল তাদের Stream On ইভেন্ট। এই ইভেন্টে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিলাম আমরা! সেখানে তারা তাদের কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এবং কাস্টমারদের যে সমস্ত সুযোগ সুবিধা গুলি তারা দিতে চাইছে সেগুলি সম্পর্কে ভালো ভাবেই আমাদের জানিয়েছিল।
সেখানেই আমরা জানতে পেরেছিলাম আরও রিজিওনাল ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হবে বিশ্বের বিভিন্ন দেশে। তাদের সেই প্রতিশ্রুতি অনুযায়ী ভারতে আরো 12 টি রিজিওনাল ল্যাঙ্গুয়েজে Spotify প্ল্যাটফর্ম এর সুবিধা উপভোগ করবেন এবার ইউজাররা। এই সুবিধা ইতিমধ্যেই রোল আউট করা শুরু করে দিয়েছে স্পটিফাই। নিঃসন্দেহে এটা খুবই সুবিধাজনক হবে সকল ইউজারদের জন্য। প্রত্যেকেই নিজের মাতৃভাষায় Spotify এবার ব্যবহার করতে পারবেন।
কোন কোন ভাষাতে Spotify ব্যবহার করা যাবে?
হিন্দি, গুজরাটি, ভোজপুরি, কান্নাডা, মালায়ালাম, পাঞ্জাবি, উড়িয়া, তেলেগু, তামিল, উর্দু, মারাঠি এবং সর্বোপরি বাংলা- এই সমস্ত ভাষাতেই এবার আপনি Spotify এর সুবিধা উপভোগ করতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এই Spotify এর ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কে যেকোনো সময় চেঞ্জ করে নিতেও পারবেন। অসুবিধা হবেনা সেক্ষেত্রে।
শুধুমাত্র ভারতীয় রিজিওনাল ল্যাঙ্গুয়েজ নিয়ে এসেই থেমে থাকেনি স্পটিফাই। আরও কিছু ভাষাতে তাদের সুবিধা প্রদান করতে শুরু করেছে এবার থেকে তারা। তার মধ্যে যেমন আফ্রিকানস রয়েছে তেমনই রয়েছে আজারবাইজান, বুলগেরিয়ান, সিম্প্লিফায়েড চাইনিজ, রয়েছে ড্যানিশ, ক্রোয়েশিয়ান, আইসল্যান্ডিক, লাটভিয়ান, নেপালি, পার্সিয়ান, পর্তুগিজ ইত্যাদি নানান ভাষা। এই সমস্ত ভাষাতেও উপলব্ধ হবে এবার থেকে স্পটিফাই।
সারা বিশ্বজুড়ে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে স্পটিফাই জনপ্রিয়তা অত্যন্ত রকম বেশি। আর তারই মধ্যে এবার থেকে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে স্পটিফায়ের সাপোর্ট নিঃসন্দেহে সাধারণ ইউজারদের এক্সপেরিয়েন্স কে আরও সমৃদ্ধ করবে।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।