Amazon প্ল্যাটফর্মে দেখা পাওয়া গেল Sony WF-1000XM4 Noise Canceling TWS Earbuds, লঞ্চ হতে পারে শীঘ্রই, এখনই দেখেনিন বিস্তারিত

Sony WF-1000XM4 Noise Canceling TWS Earbuds Teased on Amazon India

গত বছর জুন মাসে Sony সংস্থা তাদের ফ্ল্যাগশিপ সিরিজের Sony WF-1000XM4 Noise Canceling TWS Earbuds টি গ্লোবাল মার্কেটের লঞ্চ করেছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আশা করা হচ্ছে শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে এই Earbuds। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে।

Amazon প্ল্যাটফর্মে ফাঁস হয়েছে Sony WF-1000XM4 Noise Canceling TWS Earbuds

সদ্য Amazon India ওয়েবসাইটে টিজ হয়েছে Sony WF-1000XM4 Noise Canceling TWS Earbuds। জানা গেছে WF-1000XM3 Earbuds-এর আপগ্রেড ভার্সন হিসেবে আসতে পারে ডিভাইসটি। এবার দেখে নেবো Sony WF-1000XM4 TWS Earbuds-এর স্পেসিফিকেশন্স ব্যাপারে।

Sony WF-1000XM4 Noise Canceling TWS Earbuds স্পেসিফিকেশন্স কেমন হতে পারে?

এরমধ্যে ইনক্লুড থাকতে পারে 6mm Driver। যা 20% সাউন্ড বৃদ্ধি করতে সহায়তা করবে। একই সঙ্গে রয়েছে Bluetooth 5.2 কানেক্টিভিটি সুবিধা। এটি Integrated Processor V1 দ্বারা পরিচালিত এবং LDAC Codec সমর্থন যোগ্য। তারই সাথে ভয়েস কলের সময় স্পষ্ট সাউন্ড প্রদানের জন্য থাকছে Beamforming Microphone। 

জেনেনিন : iPhone 14 আসছে বড় চমক নিয়ে! পরিবর্তন থাকছে এই সকল বিষয়ে

এরই পাশাপাশি বাইরের উৎপন্ন শব্দ কমানোর জন্য ANC ফিচারস তো পাবেনই। সূত্র মারফত জানা গেছে Earbuds টি সিঙ্গেল চার্জে ANC ON রাখার ক্ষেত্রে 8 ঘন্টা পর্যন্ত এবং ANC OFF রাখার সময় 12 ঘন্টা পর্যন্ত দীর্ঘ ব্যাটারি লাইফ প্রদান করে। এর মধ্যে Qi Wireless Charging মতো অসাধারণ ফিচার্স দেখতে পাওয়া যাবে।

এছাড়াও থাকছে মাত্র 5 মিনিট চার্জ দিয়ে 1 ঘণ্টা মিউজিক উপভোগের সুবিধাও। এখানেই শেষ নয় রয়েছে Google Assistant এবং Alexa সাপোর্ট সিস্টেম। একই সাথে IPX4 Water Resistance সুবিধা উপলব্ধ থাকছে। এটি Sony App মাধ্যমে কন্ট্রোল করা যাবে।

দাম কত হতে চলেছে?

এই Earbuds টির দাম কত হতে পারে তা সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি। একই সাথে অজানা রয়েছে লঞ্চ ডেটও। ডিভাইসটির লঞ্চ ডেট জানা মাত্রই আপনাদের জানিয়ে দেবো আমরা। নতুন এই প্রোডাক্ট সম্বন্ধে আপনি কতটা এক্সাইটেড? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। 

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!