ভারতে Snapchat লঞ্চ করে দিল তাদের নতুন প্লাটফর্ম Spotlight, জেনেনিন বিস্তারিত

snapchat launches spotlight in india all you need to know

ইউজারদের ধরে রাখার জন্য, ইউজার বেস বাড়ানোর জন্য এবং তারই সাথে নতুন ইউজারদের নিজেদের প্লাটফর্মের প্রতি আকর্ষিত করার জন্য Social Media গুলি এখন একের পর এক নতুন ধরনের ফিচার নিয়ে আসছে। Instagram থেকে শুরু করে Twitter, প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতেই আমরা এটি করতে দেখেছি। 

তেমনই Snapchat এবার ভারতের বাজারে লঞ্চ করে দিল তাদের Spotlight প্লাটফর্মটিকে। টিকটকের মতই বলা যায় টিকটকের বিকল্প হিসাবে এই প্লাটফর্ম কে আপনি ব্যবহার করতে পারবেন। 

কি কি বিশেষ ফিচার রয়েছে এই Spotlight এ?  

টিকটকের মতই স্ন্যাপচ্যাটের এই নতুন প্লাটফর্ম, যার নাম Spotlight। এইখানে আপনি আপনার কনটেন্ট পোস্ট করতে পারবেন এবং চাইলে আপনার নিজের পরিচয় না জানিয়েই আপনি এখানে পোস্ট করতে পারবেন। আর TikTok বা টিকটকের মত অ্যাপ্লিকেশন গুলির তুলনায় এর পার্থক্য হল এখানে কেউ কমেন্ট করতে পারবেন না। 

পাবলিক কমেন্ট এখানে allow করা হয়নি। স্ন্যাপচ্যাটের ইউজাররা যাতে এই অ্যাপ্লিকেশনকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন সেইজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। হ্যারাসমেন্ট এর বিষয়ে চিন্তা বা উদ্বিগ্ন না হয়ে স্বাধীন ভাবে কন্টেন্ট ক্রিয়েট করে যাওয়ার উদ্দেশ্যই এমন ভাবনা। 

জেনে নিন : পারমানেন্টলি ব্যান করা হল 11 লক্ষ PUBG Mobile একাউন্টকে, সাবধান হয়ে যান

প্রয়োজন হলে এখানে আপনি আপনার আইডেনটিটি হিডেন করেও পোস্ট করতে পারবেন। আর Spotlight ব্যবহার করার জন্য আলাদাভাবে কোন এপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে না। তৈরি করতে হবেনা আলাদা করে কোনো একাউন্ট। স্ন্যাপচ্যাটের মধ্যেই একটি আলাদা প্লাটফর্ম আপনি পেয়ে যাবেন। যার নাম Spotlight। চলুন এবার আপনাকে বলে দিই কিভাবে Spotlight আপনি ব্যবহার করবেন। 

কিভাবে Spotlight ব্যবহার করবেন?

Spotlight ব্যবহার করার জন্য প্রথমেই আপনি আপনার Snapchat অ্যাপ্লিকেশন ওপেন করে নিন। তারপর ওপেন হয়ে গেলে দেখুন ডানদিকে নিচে একদম কোনের দিকে একটা Play আইকন রয়েছে। সেই আইকনটিতে ক্লিক করলেই Spotlight প্ল্যাটফর্ম ওপেন হয়ে যাবে। এখানে স্কল করে একের পর এক ভিডিও আপনি দেখতে পারবেন এবং তার সাথে যে ভিডিওটা আপনার পছন্দ হবে সেটার উপরে ট্যাপ করে হার্ট(Heart) দিতে পারবেন। আর যদি স্পটলাইট তৈরি করতে চান তাহলে খুব সহজেই Snap আইকনটিতে ক্লিক করে আপনার পছন্দমত ভিডিও তৈরি করতে পারবেন।

 সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।