উত্তরপ্রদেশ সরকার স্যামসাং, ওপো, ভিভো এবং লাভা স্মার্টফোন ব্র্যান্ড গুলোকে তাদের নয়ডা এবং গ্রেটার নয়ডা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিতে পুনরায় স্মার্টফোন তৈরির কাজ শুরু করতে অনুমতি দিল।
এতদিন লকডাউনের জন্য বন্ধ ছিল সমস্ত স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি !
তবে তার মধ্যেও থাকছে কিছু বিশেষ শর্ত ।
এখনই তারা 100% ক্যাপাসিটি তে শুরু করতে পারছেন না। তাদের কাজ কাজ শুরু করতে হচ্ছে 20-30% ওয়ার্কার ক্যাপাসিটি নিয়েই !
আরও জানুন : শাওমির অভিনব উদ্যোগ ! লকডাউনে ঘরে বসেই কিনুন স্মার্টফোন ও আরও অনেক জিনিস মি কমার্স এর সাহায্যে !
তবে তার জন্য অবশ্যই কোম্পানিগুলোকে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং তাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ।
নিঃসন্দেহে স্মার্টফোন লাভারদের জন্য এটা দারুন একটি খবর ।
এবার সমস্ত কিছু ঠিক হয়ে গিয়ে কবে পুনরায় আগের পর্যায়ে ফিরে আসে সেটার অপেক্ষায় সবাই ।