কিভাবে আপনার স্মার্টফোনের স্পিড বাড়িয়ে তুলবেন? অবশ্যই জেনেনিন সিক্রেট ট্রিক্স গুলি

বর্তমানে স্মার্টফোন আমাদের কাছে পরিবারের একজন সদস্য হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন ছাড়া আমরা এক মুহূর্তের কথা ভাবতেও পারিনা। আমরা আমাদের যাবতীয় খুঁটিনাটি কাজ খুব সহজেই এই স্মার্টফোনের মাধ্যমে করে ফেলতে পারি, কিন্তু যখন এই স্মার্টফোন দ্রুত কাজ করা বন্ধ করে দেয় ঠিক তখনই রীতিমত আমাদের মস্তিষ্কে পারদের উষ্ণতা বাড়তে থাকে।

যদি আপনার স্মার্টফোনটি দ্রুত কাজ না করে, যদি আপনার স্মার্টফোনে হ্যাং করতে থাকে তাহলে নিচের পদ্ধতি গুলো অবলম্বন করলে আপনার স্মার্টফোন আগের অবস্থায় কিছুটা হলেও ফিরে আসতে পারে। চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত প্রসেস গুলি।

কিভাবে আপনার স্মার্টফোনের স্পিড বাড়িয়ে তুলবেন?

-স্মার্টফোনের স্পিড বাড়িয়ে তোলার জন্য আপনাকে সর্বপ্রথম যে প্রসেসটি জানাব সেটি হল আপনার স্মার্টফোনের HomeScreen সর্বদা ক্লিন রাখুন। সেখানে অত্যধিক এনিমেশন যুক্ত ওয়ালপেপার বা স্ক্রিনসেভার সেভ করে রাখা থেকে বিরত থাকুন। 

-আপনার স্মার্টফোনের ডেটা সেভার অন করে রাখুন। ফোন স্লো হয়ে যাওয়ার ক্ষেত্রে ডেটা সেভার অফ রাখা অন্যতম কারণ। তাই আপনারা স্মার্টফোনে যদি ডেটা সেভার অফ থাকে তাহলে এখন সেটা অন করে দিন।

-আপনার স্মার্টফোন দ্রুত তখনই কাজ করবে যখন আপনি Auto sync এই সেটিংটি off রাখবেন। যদি আপনি এই সেটিং টি On করে থাকেন তাহলে এখনি Off করে দিন। নাহলে আপনার অজান্তেই স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে কাজ চলতে থাকে। আর স্লো হয়ে যায় আপনার স্মার্টফোন। 

-আপনি যদি বিভিন্ন অজানা-অচেনা জায়গা থেকে অ্যাপ ইন্সটল করে থাকেন। তাহলে অতি সত্বর সেই অ্যাপ এখনই আনইন্সটল করে দিন। সেগুলি থেকে নানান ম্যালওয়ার এসে আনার স্মার্টফোন টিকে স্লো করে দিতে পারে। 

জেনে নিন : Netflix নিয়ে আসতে চলেছে 299 টাকার Mobile+ প্ল্যান, পাওয়া যাবে বিশেষ সুবিধা

-নির্দিষ্ট সময় অন্তর আপনার মোবাইলের সফটওয়্যার আপডেট চেক করতে থাকুন। প্রয়োজনে সেটি আপডেট করুন। সবসময় সেটিকে অপটুডেট রাখুন। যার ফলে আপনার স্মার্টফোনের ওভার অল পারফরমেন্স ভালো হয়ে যাবে। 

-নির্দিষ্ট সময়ের পর আপনার স্মার্টফোনের cache data ক্লিয়ার করে দিন। দেখবেন এতে আপনার স্মার্টফোন দ্রুত কাজ করতে শুরু করেছে।

-স্মার্টফোন স্লো হয়ে যাওয়ার ক্ষেত্রে সবথেকে বড় কারণ হল ফোনের ইন্টার্নাল মেমোরি ভর্তি হয়ে যাওয়া। তাই আপনার স্মার্টফোনের মেমোরি যত সম্ভব ফাঁকা রাখুন। প্রয়োজনে আপনার স্মার্টফোনটিতে মেমোরি কার্ড ব্যবহার করুন।

জেনে নিন : Gmail এর খুবই গুরুত্বপূর্ণ ও গোপন ট্রিক্স, অদৃশ্য হওয়া ও পাসওয়ার্ড প্রটেক্টেড ইমেইল, এখুনি জেনেনিন

এই সমস্ত বিষয় গুলি আপনি যদি সঠিকভাবে মেনে চলেন তাহলে আপনার স্মার্টফোনটি খুব ভালো পারফর্ম করবে। স্পিডও অনেক বেড়ে যাবে। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।