হোয়াটসঅ্যাপ এর বিকল্প নিয়ে ভারত সরকার অনেকদিন ধরেই ভাবনা চিন্তা করছিল। আর সেই ভাবনা চিন্তার ফল হল এই সন্দেশ নামের একটি অ্যাপ্লিকেশন। Sandes একটি হিন্দি শব্দ। যার বাংলা করলে দাঁড়ায় বার্তা। ভারত সরকারের তৈরি এই অ্যাপ্লিকেশনে হোয়াটসঅ্যাপের মতোই সুযোগ-সুবিধা পাওয়া যাবে। কিন্তু তবুও WhatsApp-এর তুলনায় বেশ কিছু পার্থক্য বর্তমানে থেকেই যাচ্ছে।
কোথায় কোথায় এই অ্যাপ্লিকেশন উপলব্ধ রয়েছে?
আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে চান তাহলে Play Store এ এখনো এই অ্যাপ্লিকেশন উপলব্ধ নেই। সে ক্ষেত্রে ভারত সরকারের GIMS পোর্টালে গিয়ে এই অ্যাপ্লিকেশনের APK আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তবে আপনি যদি iOS ইউজার হন তাহলে আপনার ক্ষেত্রে সুখবর রয়েছে। App Store এ এই অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন এবং আপনার আইফোন, আইপ্যাড ইত্যাদি ডিভাইসে আপনি খুব সহজেই এই অ্যাপ্লিকেশন কে ব্যবহার করতে পারবেন।
কিভাবে Sandes অ্যাপ্লিকেশনে Sign up করবেন?
হোয়াটসঅ্যাপে যেমন আমরা শুধুমাত্র আমাদের ফোন নাম্বার ব্যবহার করে Sign up করতে পারি। এই Sandes অ্যাপ্লিকেশনে আপনি আপনার ফোন নাম্বার ব্যবহার করে বা ইমেইল আইডি ব্যবহার করে সাইন আপ করতে পারবেন। সেই ফোন নাম্বার বা ইমেইল আইডিতে ছয় ডিজিটের OTP আসবে এবং তারপর ভেরিফিকেশন কমপ্লিট হবে।
কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে সমস্ত ধরনের মোবাইল নাম্বারে ওটিপি এলেও আপনি যখন শুধুমাত্র ইমেইল আইডি দিয়ে একাউন্ট তৈরি করতে যাবেন তখন যদি জিমেইল, হটমেইল বা এই ধরণের ইমেইল আইডি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে Restricted নোটিফিকেশন দেখিয়ে দেওয়া হবে।
জেনে নিন : আপনার মোবাইল নাম্বারে কিভাবে Do Not Disturb সার্ভিস এক্টিভেট করবেন? জেনে নিন সঠিক পদ্ধতি
কারণ সেই ইমেল সার্ভিস গুলিকে এলাও করা হচ্ছে না এখনও। শুধুমাত্র গভর্মেন্ট রিলেটেড ইমেল অ্যাকাউন্ট গুলোই যেমন @gov.in যুক্ত ইমেইল আইডি গুলিএই রেজিস্টার করার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। ব্যবস্থা এতই কঠোর যে আপনার কাছে যদি @mygov.in যুক্ত ইমেইল থাকে তাহলেও আপনাকে সাইন ইন করতে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে আপনার মোবাইল নাম্বার ব্যবহার করে সাইন আপ করতে হবে।
আপনি কি এই App ব্যবহার করবেন? সমস্ত লেটেস্ট টেক নিউজ সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।