আপনার ঘরে এসে EMI প্রদান করবে স্যামসাং, দারুণ সুবিধা দিতে তারা নিয়ে এল ফিনান্স +

স্যামসাং তার ডিজিটাল ঋণ প্রদানের প্ল্যাটফর্ম, ‘স্যামসাং ফিনান্স +’ ভারত জুড়ে গ্রাহকদের দোরগোড়ায় নিয়ে আসছে। স্যামসাংয়ের মূল উদেশ্য হলো EMI পরিষেবাকে গ্রাহকদের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলা।

এই লেন্ডিং সার্ভিস এখন ভারতের 300 শহরের 12,000 ডিলারের কাছে উপলব্ধ। তবে, লোন নিতে চাইলে আপনাকে অবশ্যই নিৰ্দিষ্ট ডিলারের কাছেই যেতে হবে।

কি কি সুবিধা পাবেন স্যামসাংয়ের ফিনান্স + এর সাহায্যে ?

এই সার্ভিসে মূলত গ্যালাক্সি সিরিজের ফোনগুলি বিক্রি করা হবে।

এখন, করোনভাইরাস মহামারীজনিত কারণে সামাজিক দূরত্বের নিয়মগুলি মাথায় রেখে টেক জায়েন্ট এই সার্ভিসটি সহজতর করার সিদ্ধান্ত নিয়েছে।

এই সার্ভিসটি এখন প্রধানমন্ত্রীর “ডিজিটাল ইন্ডিয়া”র আওতায় ‘মেক ইন ইন্ডিয়া’ ব্যানারের অন্তর্ভুক্ত।

আরও জানুন : বিজ্ঞানীরা তৈরি করলেন একটি সুপার স্পিড সফট রোবট, চিতার বায়োমেকানিক্সের ভিত্তিতে !

আপনি ডিলারের কাছে যেই মুহূর্তে কন্টাক্ট করবেন, তিনি আপনার কাছে স্যামসাং প্রমোটারকে পাঠাবেন যিনি KYC পেপারওয়ার্ক করবেন ।

ও আপনাকে ওই ফোনগুলি সম্বন্ধে তথ্য দেবেন। প্রসেসটি অবশ্যই হবে ডিজিটাল ও অতি দ্রুত।

“আমরা নিশ্চিত যে স্যামসাং ফিনান্সের হোম ডেলিভারি+ ভারতের লক্ষ লক্ষ গ্রাহককে সহায়তা করবে ”, স্যামসাং ইন্ডিয়ার মোবাইল বিজনেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহনদীপ সিং বলেছেন।

স্যামসাং এর এই পরিষেবা অবশ্যই গ্রাহকদের জন্য খুবই ভালো।