স্বাধীনতা দিবস উপলক্ষে সকলের সামনে South Korean কোম্পানি Samsung নিয়ে এল অসাধারণ অফার। ইতিমধ্যেই Samsung Independence Day Delights Sale সংস্থার তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে। যেখানে আপনি Samsung Fitness Tracker এবং Smart Watch নির্ধারিত মূল্যের পরিবর্তে কম খরচে কিনে নিতে পারবেন।
কোন কোন প্রোডাক্ট এর উপর রয়েছে ডিসকাউন্ট?
এক ঝলকে দেখেনিন কোন কোন প্রোডাক্টে রয়েছে দারুন ডিস্কাউন্টস।
Samsung Galaxy Watch Active 2 (Steel)
এটির মধ্যে আপনি পেয়ে যাবেন 1.4-Inch Display। একই সাথে পেয়ে যাবেন 1.15GHz Processor। এছাড়াও পাবেন Wi-Fi, Bluetooth এবং NFC কানেক্টিভিটি সুবিধা।
এরই পাশাপাশি এটির মধ্যে ইনক্লুড রয়েছে Accelerometer, Barometer, Gyro Sensor, Light Sensor এবং Optical Heart Rate Sensor ফিচারস। Galaxy Watch Active 2 Steel মডেলটি আপনি 33,990 টাকার পরিবর্তে 28,490 টাকায় কিনে নিতে পারবেন।
Samsung Galaxy Watch (46mm, 4G Model)
এই স্মার্টওয়াচের মধ্যে ইনক্লুড রয়েছে Health Monitoring ফিচার্স। একই সাথে আপনি পাবেন Heart Rate Monitoring এবং Sleep Monitoring সিস্টেম। এই Samsung Galaxy Watch দাম 34,990 টাকা। কিন্তু বর্তমানে আপনি এটি পেয়ে যাবেন মাত্র 18,990 টাকায়। অর্থাৎ এটি একটি অসাধারণ ডিসকাউন্ট।
Samsung Galaxy Watch 3 LTE (41mm, 4G Model)
এটা একটি অসাধারণ স্মার্ট ওয়াচ। এটির মধ্যে পাবেন IP68 Water Resistance সুবিধা। এছাড়া ইনক্লুড রয়েছে GPS, Fall Detection, Workout Tracking, Blood Oxygen (SpO2) Monitoring Spotify সাপোর্ট সিস্টেম।
একই সাথে পাবেন Smart Messages Reply মত অসাধারণ ফিচারস। এই Samsung Galaxy Watch 3 LTE নির্ধারিত মূল্যের পরিবর্তে পেয়ে যাবেন 34,490 টাকায়।
Samsung Galaxy Fit 2
এটির মধ্যে আপনি পেয়ে যাবেন বিভিন্ন Workout Tracking সুবিধা। একই সাথে এটির মধ্যে রয়েছে Stress Tracking, Heart Rate Monitoring সিস্টেম।
জেনেনিন : অচেনা WhatsApp Group-এ জয়েন হওয়া থেকে কিভাবে বাঁচবেন? এখুনি জেনেনিন
এই স্মার্টওয়াচটি Water এবং Sweat Resistant অর্থাৎ এটি ব্যবহারের সময় আপনি নিয়মিত আপনার হাত নিমেষেই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে পারবেন। Samsung Galaxy Fit 2 মূল্য 4,199 টাকা। তবে এটি আপনি সেল চলাকালীন 3,999 টাকায় কিনে নিতে পারবেন।
উল্লেখিত প্রোডাক্ট গুলোর পাশাপাশি আপনি কোম্পানির বিভিন্ন স্মার্টফোন, ট্যাবলেট, Wearable Devices, Household Appliances কিনে নিতে পারবেন কম খরচে। এই অফার মিস করবেন না। এখুনি ভিসিট করুন Samsung India-র অফিসিয়াল ওয়েবসাইটে।