Samsung Galaxy Z Fold 3 আর Samsung Galaxy Z Flip 3-এর প্রোডাকশন অনেকটাই এগিয়ে গেছে, পাওয়া যাচ্ছে এমনই তথ্য

samsung galaxy z fold 3 z flip 3 mass production begins new leaks hints
প্রতীকী ছবি

স্যামসাংয়ের ফোল্ডেবল ডিভাইস নিয়ে অনেক রিউমার শোনা যাচ্ছে অতিসম্প্রতি। তাই মনে করা হচ্ছে এই বছর স্যামসাং দুটো ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করতে চলেছে। Samsung Galaxy Z Fold 3 আর Samsung Galaxy Z Flip 3। আর এই দুটো স্মার্টফোন লঞ্চ হওয়া নিয়ে ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে স্যামসাং বলেই মনে করা হচ্ছে। 

সদ্য সদ্য ফ্রন্ট পেজ টেক থেকে জনপ্রিয় লিকস্টারের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে একটি নতুন বিষয়। তিনি জানিয়েছেন স্যামসাং তাদের Samsung Unpack ইভেন্ট করতে চলেছে আগস্ট মাসের 3 তারিখে। আর সেখানে খুব সম্ভবত এই দুটি ডিভাইসকে লঞ্চ করে দেওয়া হতে পারে। 

এই এই লিকসের সাপোর্টে তিনি আরও বেশ কিছু যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন স্যামসাং স্মার্টফোন দুটির প্রত্যেকটির 50,000 থেকে 70,000 ইউনিট প্রত্যেকদিন তৈরি করার অর্ডার দিয়ে দিয়েছে। যেটা প্রিভিয়াস জেনারেশনের তুলনায় অত্যন্ত বেশিই অর্ডার দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে এই দুটো ডিভাইস আগস্ট 27 তারিখ থেকে বিক্রি করা শুরু করে দেওয়া হবে। চলুন দেখে নেওয়া যাক এই দুই স্মার্টফোনের কি কি ডিটেলস লিক হয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত।

Samsung Galaxy Z Fold 3 স্পেসিফিকেশন 

ইতিমধ্যেই Samsung Galaxy Z Fold 3 সম্পর্কে বেশ কিছু লিকস পাওয়া যাচ্ছে। মনে করা হচ্ছে এই ডিভাইসের মধ্যে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। 

জেনেনিন : শব্দের মাধ্যমে হবে ডিভাইস চার্জ, অবিশাস্য এই চার্জিং টেকনোলজির পরিকল্পনায় ফের Xiaomi

এর মধ্যে 12 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল এবং 16 মেগাপিক্সেল ক্যামেরা সেনসর থাকতে পারে। তিনটে কালার ভেরিয়েন্টে এই ফোল্ডাবেল ডিভাইস পাওয়া যাবে। সেগুলি Black, Grey এবং White। থাকতে পারে Beige কালার অপশনও। এর মধ্যে থাকতে পারে আন্ডার ডিসপ্লে ক্যামেরাও। আর সেলফি ক্যামেরা হিসাবে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 

Samsung Galaxy Z Flip 3 স্পেসিফিকেশন্স

ইতিমধ্যেই Samsung Galaxy Z Flip 3 সম্পর্কেও অনে লিকস ছড়িয়ে গেছে। মনে করা হচ্ছে Purple, Black, Green ও White চারটি কালারে ডিভাইসকে পাওয়া যাবে। মনে করা হচ্ছে এর মধ্যে থাকতে পারে বড় সেকেন্ডারি ডিসপ্লে।