এই বছরের শেষের দিকেই লঞ্চ করা হতে পারে Samsung Galaxy S21 FE স্মার্টফোনটি। এবং ইতিমধ্যেই স্মার্টফোনের কিছু ছবি রিলিজ হয়ে গেল।
যার মধ্যে আমরা এই স্মার্টফোনের কালার ভেরিয়েন্ট সহ ডিজাইন কেমন হবে সে বিষয়ে আন্দাজ করতে পারছি। চলুন দেখে নেওয়া যাক এই আপকামিং Samsung Galaxy S21 FEস্মার্টফোনটির ডিজাইন এবং কালার ভেরিয়েন্ট কেমন হতে চলেছে।
Samsung Galaxy S21 FE স্মার্টফোনটির ডিজাইন
ইভান ব্লাস নামে একজন লিকস্টারের কাছ থেকে আমরা এই স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু ধারনা পাচ্ছি। তার শেয়ার করা ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি দুটি কালার ভেরিয়েন্ট এই স্মার্টফোন আসতে চলেছে। সেটা হতে চলেছে Matte Green এবং Matte Purple।
Galaxy S21 এবং Galaxy S21 Plus এর মতই এর ডিজাইন হতে চলেছে। সাথে থাকছে edge-to-edge স্ক্রিন। তার উপর থাকছে একটি হোল কাটআউট। যেখানে অবস্থান করবে সেলফি ক্যামেরা। আর মনে করে হচ্ছে মেটাল এর পরিবর্তে ইউনিবডি প্লাস্টিক কনস্ট্রাকশন থাকতে পারে এই স্মার্টফোনে। খরচ কমাতেই এরকম উদ্যোগ নেওয়া হচ্ছে স্যামসাংয়ের তরফ থেকে বলে মনে করা হচ্ছে।
স্মার্টফোনের অন্য স্পেসিফিকেশন্স এর কথা বলতে গেলে মনে করা হচ্ছে স্মার্টফোনের মধ্যে থাকতে পারে 6.5 ইঞ্চি FHD+ এমোলেড ডিসপ্লে। যার রিফ্রেশ রেট হতে পারে 120Hz এর। এর মধ্যে প্রসেসর হিসাবে আমরা পেতে পারি Qualcomm Snapdragon 888 কে। সমস্ত কিছু নিয়ে Samsung Galaxy S21 FE বাজার রীতিমতো সরগরম। এবার দেখাতে হবে এই স্মার্টফোন ভারতের বাজারে কবে লঞ্চ করা হয়।