আমরা আগেই জানিয়েছিলাম Samsung Galaxy M32 স্মার্টফোনটি খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে ভারতে। আর আজকে কনফার্ম হয়ে গেল এই স্মার্টফোনটি লঞ্চ ডেট। Samsung Galaxy M32 লঞ্চ হতে চলেছে এই মাসেরই 21 তারিখ।
Samsung Galaxy M32 স্পেসিফিকেশন্স
জেনে নেওয়া যাক এই স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত। ইতিমধ্যেই Samsung Galaxy M32 ফোনটি অ্যামাজনে লিস্ট হয়ে গেছে। তার থেকেই বেশকিছু স্পেসিফিকেশনস আমরা জানতে পারছি। স্মার্টফোনের ডিসপ্লে সম্পর্কেই প্রথমে বলি।
এই স্মার্টফোনে থাকবে ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর রিফ্রেশ রেট 90Hz এর। আর অবশ্যই এতে থাকবে ইনফিনিটি ইউ ডিসপ্লে।
স্যামসাং এর অফিসিয়াল লিস্টিং এ আমরা এই স্মার্টফোনটি নীল রঙের দেখতে পাচ্ছি। তবে নিশ্চিতভাবে বলা যায় অন্যান্য কালার ভেরিয়েন্টও থাকবে।কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। আর থাকছে এলইডি ফ্ল্যাশ।
প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেলের। সাথে থাকবে 20 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা।
জেনে নিন : আসছে Narzo 30 4G এবং Narzo 30 5G, জানালেন মাধব সেঠ
থাকবে Side Mounted ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্মার্টফোনের ব্যাটারি সম্পর্কে জানা যাক এবার। অ্যামাজনের লিস্টিং থেকেই আমরা জানতে পারছি স্মার্টফোনে 6000mAh এর ম্যাসিভ ব্যাটারি থাকবে।
প্রসেসর এর কথা বলতে গেলে মনে করা হচ্ছে এই স্মার্টফোনে থাকবে MediaTek Helio G80 অথবা G85 প্রসেসার। থাকতে পারে 6 GB RAM ও 128 GB ইন্টারনাল স্টোরেজ। আর থাকতে পারে 4GB RAM ও 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টও।
স্মার্টফোনটি প্রাইস
স্মার্টফোনের প্রাইসও হয়ে গেছে ইতিমধ্যেই লিক। মনে করা হচ্ছে 15,000 টাকা থেকে 20,000 হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে এই স্মার্টফোনের।