সম্প্রতি এবার Samsung সংস্থার তরফ থেকে Samsung Galaxy F22 স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। লঞ্চ করা হবে এই মাসের অর্থাৎ জুলাইয়ের 6 তারিখে। ইতিমধ্যেই Flipkart-এ এই স্মার্টফোনের মাইক্রোসাইট প্রস্তুত হয়ে গেছে যে থেকে বেশকিছু ফিচার জানা যাচ্ছে। জেনেনিন কেমন হবে এই স্মার্টফোন।
Samsung Galaxy F22 এর স্পেসিফিকেশন্স
ই-কমার্স জায়েন্ট Flipkart প্ল্যাটফর্ম এর তরফ যে মাইক্রোসাইট তৈরি করা হয়েছে এই স্মার্টফোনের তা থেকে এই ডিভাইসটি সম্পর্কে অনেক তথ্যই জানতে পারছি আমরা। স্মার্টফোনটির Display ব্যাপারে খোলসা করে দেওয়া হয়েছে সেখানে। স্মার্টফোনটিতে রয়েছে 6.4-inch সম্পন্ন HD+ sAMOLED Display। এরই সাথে স্মার্টফোনের মধ্যে থাকছে 90Hz Refresh Rate।
একই সঙ্গে স্মার্টফোনটিতে কোয়াড ক্যামেরা (Quad Camera) সেটআপ থাকার কথাও উল্লেখ করে বলা হয়েছে। যেখানে 13MP Front Camera পাশাপাশি রয়েছে 48 MP এর প্রাইমারি ক্যামেরা, 8 MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 2 MP ম্যাক্রো লেন্স এবং 2 MP ডেপথ সেন্সর।
জানেন কি : ইউটিউব অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য নিয়ে এলো দুর্দান্ত ফিচার, শেয়ার করা যাবে ভিডিও চ্যাপ্টারও
এছাড়াও স্মার্টফোনটির প্রসেসর এর ব্যাপারে ফ্লিপকার্টে মাইক্রোসাইটে পরিষ্কার করে বলা নেই। তবুও বেশ কিছু লিক্স দেখে মনে করা হচ্ছে স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন MediaTek Helio G80 Processor। 6000mAh এর অসাধারণ ব্যাটারি যুক্ত রয়েছে স্মার্টফোনটিতে। Android 11 বেস এর উপর নির্ভর করেই মূলত নির্মাণ হয়েছে স্মার্টফোনটি। আরও পাবেন Side-Mounted Fingerprint Sensor এর সুবিধা।
Samsung Galaxy F22 দাম
স্মার্টফোনটির স্টোরেজ সম্বন্ধে জানা না গেলেও 4GB RAM যুক্ত স্মার্টফোনটির দাম ভারতের বাজারে 15,000 টাকার মধ্যে হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
Samsung Galaxy F22 লঞ্চ টাইম
এটি 6th July তারিখ দুপুর 12 PM এ আমাদের দেশে লঞ্চ হবে এবং এরপরই আপনি এর সেল Date সম্বন্ধে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। স্মার্টফোনটি বেশকিছু ক্ষেত্রেই Samsung Galaxy A22 স্মার্টফোনটির স্পেসিফিকেশনের সাথে সমতুল্য।
Galaxy F-Series এর এই স্মার্টফোনটি আমরা ফ্লিপকার্টে Black ভেরিয়েন্ট লক্ষ্য করছি। তবে কি স্মার্টফোনটিতে এই কালার ভেরিয়েন্টই উপলব্ধ থাকবে নাকি গ্রাহকদের চাহিদার ওপর ভিত্তি করে থাকতে পারে অন্য কালার ভেরিয়েন্ট? এখন সেটাই দেখার বিষয়।