ভারতে স্যামসাং আজকেই লঞ্চ করে দিল Samsung Galaxy A03s স্মার্টফোনটি। পাওয়া যাবে 5000mAh ব্যাটারি, Helio P35 প্রসেসর। চলুন দেখে নেওয়া যাক এর সমস্ত স্পেসিফিকেশন্স, দাম সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
Samsung Galaxy A03s স্পেসিফিকেশন্স
Samsung Galaxy A03s এর মধ্যে রয়েছে 6.5 ইঞ্চির PLS TFT LCD ডিসপ্লে। পাওয়া যাবে HD+ রেজোলিউশন। এটি একটি ইনফিনিটি ভি (Infinity V) ডিসপ্লে। প্রসেসর হিসাবে এই স্মার্টফোনটিকে রয়েছে Mediatek Helio P35 প্রসেসর। আর 3GB/4GB RAM তার সাথে 32GB/64GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।
ক্যামেরা হিসাবে এই স্মার্টফোনটি রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেলের। তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল এর ম্যাক্রো ক্যামেরা ইউনিট। পাওয়া যাবে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সিকিউরিটি হিসাবে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
জেনেনিন : লঞ্চ হয়ে গেল Google Pixel 5a স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু
এটিতে পাওয়া যাবে ডুয়াল সিম সাপোর্ট, 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n/ac, GPS, Bluetooth v5.0 সাপোর্ট। এছাড়াও রয়েছে 3.5mm অডিও জ্যাক ও ইউএসবি টাইপ-সি পোর্ট।
Samsung Galaxy A03s এর দাম
Samsung Galaxy A03s দুটি ভেরিয়েন্টে এভেলেবেল রয়েছে। 3GB RAM ও 32GB স্টোরেজ আর 4GB RAM ও 32GB স্টোরেজ। 3GB RAM ও 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 11,499 টাকা। তার সাথে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 12,499 টাকা। এখনও পর্যন্ত স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই স্মার্টফোনটি কিনতে পাওয়া যাবে।
কেমন লাগলো এই স্মার্টফোনের স্পেসিফিকেশন্স আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না। সমস্ত লেটেস্ট টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।