সম্প্রতি Samsung আনতে চলেছে আরও এক 5G স্মার্টফোন। তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে এই এটাই মনে করা হচ্ছে। গত মাসে তারা লঞ্চ করেছিল Samsung Galaxy A22 4G স্মার্টফোন। এবার মনে করা হচ্ছে ভারতের বাজারে Samsung লঞ্চ করতে চলেছে Samsung Galaxy A22 স্মার্টফোনের 5G মডেল।
Samsung Galaxy A22 5G লঞ্চ Date কবে?
ইউরোপে এই স্মার্টফোনের 5G ভেরিয়েন্টে লঞ্চ হয়ে গেলেও মনে করা হচ্ছে অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন। লঞ্চ Date হিসাবে নির্ধারণ করা হয়েছে আগামী জুলাই মাসের 23 তারিখ। স্মার্টফোনটির স্পেসিফিকেশন, দাম এবং কালার ভেরিয়েন্ট জানা গেছে। সর্বপ্রথম আমরা স্মার্টফোনের স্পেসিফিকেশনের ব্যাপারে জেনে নেব।
Samsung Galaxy A22 5G স্পেসিফিকেশন
Samsung Galaxy A22 5G স্মার্টফোনের মধ্যে থাকছে 6.6-Inch বিশিষ্ট FHD+Display। এরই সঙ্গে পেয়ে যাবেন 90Hz Refresh Rate। একই সাথে স্মার্টফোনের মধ্যে Processor হিসাবে আপনি পাবেন Octa-Core MediaTek Dimensity 700 5G SoC।
এরই পাশাপাশি স্মার্টফোনের মধ্যে থাকছে Triple Camera সেটআপ। যার মধ্যে আপনি 48 MP Primary Sensor, 5MP Ultra-Wide-Angle Lens এবং 2-Megapixel Depth Sensor পেয়ে যাবেন। এরই সাথে পেয়ে যাবেন 8 MP Selfie Camera।
জেনেনিন : Free WiFi দেওয়া হবে দেশের এই রাজ্যে, এমনই চমকপ্রদ ঘোষণা করা হল
এবার আসা যাক স্মার্টফোনের ব্যাটারি সম্বন্ধে। এই স্মার্টফোনটিতে ব্যাটারি হিসাবে আপনি পেয়ে যাবেন 5,000mAh Battery এবং একই সাথে পেয়ে যাবেন 15W ফাস্ট চার্জার। স্মার্টফোনটি Android 11 দ্বারা পরিচালিত।
দাম কত রাখা হয়েছে?
স্মার্টফোনটি আপনি দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন যার 6GB+128GB দাম রাখা হয়েছে 19,999 টাকা। অপরদিকে এর 8GB+128GB ভেরিয়েন্ট জন্য আপনাকে খরচ করতে হবে 21,999 টাকা। এছাড়াও স্মার্টফোনটিতে আপনি microSD Card ব্যবহার করে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়ার সুবিধা তো থাকছেই।
আমাদের দেশে স্মার্টফোনটি Gray, White, Mint এবং Violet কালারে উপলব্ধ রয়েছে। লঞ্চের পর সংস্থার তরফ থেকে এর সেল ডেট জানিয়ে দেওয়া হলে গ্রাহকরা তাদের পছন্দমত কালার ভেরিয়েন্ট বেছে নিয়ে স্মার্টফোনটি কিন্তু সক্ষম হবে।