সাউথ কোরিয়ান ব্র্যান্ড কিছুদিন আগেই Europe-এ Samsung Galaxy A22 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। ভারতের বাজারে স্মার্টফোনটি আগস্ট মাসেই লঞ্চ হবে বলে জানা যাচ্ছে। বেশ কিছু স্পেসিফিকেশন আমরা 91মোবাইলস-এর মাধ্যমে জানতে পেরেছি।
Samsung Galaxy A22 5G স্পেসিফিকেশন
জানা যাচ্ছে Samsung Galaxy A22 5G স্মার্টফোনের মধ্যে থাকছে 6.6-inch FHD+ Notch Display। এরই সঙ্গে রয়েছে 90Hz Refresh Rate। স্মার্টফোনটির ক্যামেরার ব্যাপারে বলতে গেলে এই স্মার্টফোনটির মধ্যে থাকছে Triple Camera সেটআপ। যার মধ্যে 48 MP Primary Sensor, 5MP Ultra-Wide-Angle Sensor এবং 2-Megapixel Depth Unit পেয়ে যাবেন। আরও পাবেন 8 MP Selfie Camera।
জেনেনিন : iPad এবং Mac কিনলে পেয়ে যাবেন বিনামূল্যে AirPods, নতুন অফার নিয়ে চলে এল Apple
একই সাথে স্মার্টফোনের মধ্যে Processor হিসাবে আপনি পেয়ে যাবেন Octa-Core MediaTek Dimensity 700 SoC। অবশেষে আমরা জেনে নেবো স্মার্টফোনটির ব্যাটারি সম্বন্ধে। এই স্মার্টফোনটির ব্যাটারি হিসাবে আপনি পেয়ে যাবেন 5,000mAh এর Battery এবং একই সাথে রয়েছে 15W Fast Charging এর সুবিধা। যা সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, সিঙ্গেল চার্জে এটি সম্পূর্ণ দিন চলতে প্রস্তুত। এছাড়াও স্মার্টফোনটিতে আপনি microSD Card ব্যবহার করে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন।
দাম কত রাখা হয়েছে?
স্মার্টফোনটির দাম লিক করেছে 91মোবাইলস। তারা রিটেইলস সোর্সে থেকে লিক করেছে এই স্মার্টফোনের দাম। স্মার্টফোনটি আপনি দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন যার 6GB+128GB দাম রাখা হয়েছে 19,999 টাকা। অপরদিকে এর 8GB+128GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 21,999 টাকা। স্মার্টফোনটি খুব শীঘ্রই আমাদের দেশের লঞ্চ হতে চলেছে। মনে করা হচ্ছে আগস্ট মাসে হবে এই স্মার্টফোন লঞ্চ।