লঞ্চ হয়ে গেল Samsung Galaxy A13 4G এবং Samsung Galaxy A23 4G স্মার্টফোন, এখনই দেখেনিন খুঁটিনাটি

অবশেষে Samsung ব্র্যান্ড ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দিল Galaxy A-সিরিজের দুটি নতুন স্মার্টফোন। যার প্রথমটি হল Samsung Galaxy A13 4G স্মার্টফোন এবং দ্বিতীয়টি Samsung Galaxy A23 4G স্মার্টফোন। সদ্য সংস্থার তরফ থেকে এই স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট প্রকাশ করা হয়েছে। চলুন সেদিকে নজর দেওয়া যাক।

Samsung Galaxy A13 4G স্পেসিফিকেশন কেমন?

এই স্মার্টফোনে পাওয়া যাবে 1080 x 2408 Pixels রেজুলিউশন সহ 6.6-Inch Full HD+ TFT LCD Display। একইসাথে রয়েছে Exynos 850 Chip। তাছাড়াও থাকছে 50MP Main Camera Sensor, 5MP Ultrawide Camera, 2MP Depth Sensor এবং 2MP Macro Lens বিশিষ্ট কোয়াড ক্যামেরা। একই সঙ্গে পাবেন 8MP ফ্রন্ট ক্যামেরা।

এখানেই শেষ নয় ইনক্লুড রয়েছে 5000mAh ব্যাটারি। আরও থাকছে 15W ফাস্ট চার্জিং ফেসিলিটি। ডিভাইসটি Android 12 OneUI 4.1 উপর ভিত্তি করে পরিচালিত হবে। তারই সঙ্গে পাওয়া যাবে Dual-Band Wi-Fi, 4G কানেক্টিভিটি, Bluetooth, USB Type-C পোর্ট, GPS, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং AI Face Unlock-এর সুবিধা।

জেনেনিন : ম্যাজিক ক্যামেরা! 4K Boost Lens সহ লঞ্চ হয়ে গেল Insta360 One RS, এক নজরে দেখেনিন এর চমকে দেওয়া ফিচার্স ও দাম

Samsung Galaxy A23 4G স্পেসিফিকেশন কেমন?

এই স্মার্টফোনটির ডিসপ্লে কোয়ালিটি এবং ক্যামেরা সেটআপ আগের স্মার্টফোনটির মতো হলেও এর প্রসেসর এবং চার্জিং পারফরমেন্সে পার্থক্য রয়েছে। যেমন স্মার্টফোনের মধ্যে উপস্থিত থাকছে Snapdragon 680 SoC। এছাড়াও রয়েছে 5000mAh ব্যাটারির পাশাপাশি 25W ফাস্ট চার্জার। 

দাম কত রাখা হয়েছে?

ভারতের বাজারে Samsung Galaxy A13 4G মডেলের 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে 14,999 টাকা। এছাড়াও 4GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজের মূল্য 15,999 টাকা। একই সাথে 6GB RAM + 128GB মডেলর জন্য খরচ করতে হবে 17,499 টাকা। অপরদিকে Samsung Galaxy A23 4G স্মার্টফোনের 6GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজের দাম পরবে 19,499 টাকা। তারই সঙ্গে 8GB RAM + 128GB ভেরিয়েন্টের ভারতীয় মূল্য রাখা হয়েছে 20,999 টাকা। 

কালার ভেরিয়েন্ট কেমন রয়েছে?

সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয়েছে উভয় Samsung Galaxy A13 4G স্মার্টফোন এবং Samsung Galaxy A23 4G মডেল Blue, White, Peach এবং Black কালার অপশনে পাওয়া যাবে। 

কোন স্মার্টফোনটি আপনার সবথেকে বেশি আকর্ষনীয় লেগেছে? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!