নতুন রূপে 5000mAh ব্যাটারি, 48MP কোয়াড ক্যামেরা সাথেই লঞ্চ হয়ে গেল Samsung Galaxy A12 স্মার্টফোন, জেনেনিন স্পেসিফিকেশনস এবং দাম

আমরা জানি কিছুদিন আগেই Russian মার্কেটে লঞ্চ হয়েছে Samsung Galaxy A12 স্মার্টফোনটি। সম্প্রতি এবার ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল Samsung Galaxy A12 স্মার্টফোনটি। তবে আমাদের দেশে স্মার্টফোনটির সামান্য কিছু স্পেসিফিকেশনস পরিবর্তন রয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই ফিচারস এবং দাম আমরা জানতে পেরেছি। 

Samsung Galaxy A12 স্পেসিফিকেশনস কেমন রয়েছে?

নতুন এই Galaxy A12 মডেলটির মধ্যে আপনি পেয়ে যাবেন 2GHz Octa-Core Exynos 850 SoC। একই সাথে রয়েছে 720 x 1600 Pixels Resolution যুক্ত 6.5-inch TFT LCD HD+Display। স্মার্টফোনের মধ্যে ইনক্লুড রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার মধ্যে পাবেন 48-Megapixel Primary Camera, একটি 5-Megapixel Ultra-Wide Camera, 2-Megapixel Depth Sensor এবং 2-Megapixel Macro Unit। এছাড়াও রয়েছে 8-Megapixel সেলফি ক্যামেরা।

স্মার্টফোনের ব্যাটারি পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 5000mAh অসাধারণ ব্যাটারি। একই সাথে পেয়ে যাবেন 15W ফাস্ট চার্জিং এর সুবিধা। সিকিউরিটি সিস্টেম হিসাবে স্মার্টফোনটিতে উপলব্ধ রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখানেই শেষ নয় আরও পাবেন Dual-SIM Support, 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n/ac, Bluetooth v5.0, GPS, USB Type-C পোর্ট এবং 3.5mm Audio Jack। 

জেনেনিন : দেখেনিন Galaxy Watch4 এবং Galaxy Buds2-র স্পেসিফিকেশন্স ও দাম, চমকের শেষ নেই

স্মার্টফোনটির পরিমাপ এবং ওজন রাখা হয়েছে যথাক্রমে 164.0mm x 75.8mm x 8.9m এবং 205 গ্রাম। জানা গেছে স্মার্টফোনটি Android 11 দ্বারা পরিচালিত। চলুন স্মার্টফোনটির দামের ব্যাপারে জেনে নেওয়া যাক এবার।

Samsung Galaxy A12 দাম কত রাখা হয়েছে?

ভারতের বাজারে স্মার্টফোনটি আপনি দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন। যার 4GB RAM এবং 64GB স্টোরেজের জন্য আপনাকে খরচ করতে হবে 13,999 টাকা। একই সঙ্গে 6GB RAM এবং 128GB ভেরিয়েন্ট এর জন্য আপনাকে দিতে হবে 16,499 টাকা। স্মার্টফোনটি Samsung India Website থেকে আপনি Black, Blue এবং White এই তিনটি কালার অপশনে কিনে নিতে পারবেন। 

Samsung সংস্থার নতুন এই স্মার্টফোন সম্বন্ধে আপনি কি ভাবছেন? তা আমাদের জানাতে ভুলবেন না।