খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy A03s স্মার্টফোনটি, কেমন হবে এর স্পেসিফিকেশন্স?

Samsung Galaxy A03s ShresthoTech
Samsung Galaxy A03s (Image Credit : OnLeaks/91mobiles)

গত নভেম্বর মাসেই স্যামসাং লঞ্চ করে দিয়েছিল Samsung Galaxy A02s স্মার্টফোনটি। এবার মনে করা হচ্ছে খুব শীঘ্রই আসতে চলেছে Samsung Galaxy A02s এর সাকসেসর Samsung Galaxy A03s এই স্মার্টফোনটি। স্যামসাংয়ের এই এন্ট্রি লেভেলের স্মার্টফোনটি ইতিমধ্যেই BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্ট হয়ে গেছে। লিস্টিং দেখে মনে করা হচ্ছে লঞ্চ অবশ্যম্ভাবী। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনে কেমন স্পেসিফিকেশন্স পেতে পারি আমরা।

Samsung Galaxy A03s সম্ভাব্য স্পেসিফিকেশন্স

91মোবাইলসের পক্ষ থেকে Samsung Galaxy A03s এর রেন্ডার লিক করে দেওয়া হয়েছিল। অবশেষে আমরা জানতে পারছি যে খুব শিগগিরই এই স্মার্টফোনটিও আসতে চলেছে ভারতের বাজারে।

এর মধ্যে থাকতে পারে 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর তার সাথে মনে করা হচ্ছে এর মধ্যে Samsung Galaxy A02s এর মতোই 13 মেগাপিক্সেল এর প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর সমেত ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে। 

জানেন কি : Instagram এখন শুধুমাত্র Photo Sharing Application নয়, তাদের ফোকাস রয়েছে আরও বেশ কয়েকটি জায়গায়, জানালেন ইনস্টাগ্রামের হেড নিজেই

মনে করা হচ্ছে এর মধ্যে থাকতে পারে Qualcomm Snapdragon 450 চিপসেট। ব্যাটারির কথা বলতে গেলে আগের মতোই 5000mAh ব্যাটারি আমরা এক্সপেক্ট করছি। তার সাথে 15W এর ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। আর Type-C চার্জিং পোর্ট ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো থাকছেই। 

কবে লঞ্চ হচ্ছে স্মার্টফোনটি?

এখনো এই স্মার্টফোনের লঞ্চ সম্পর্কে কিছু জানায়নি স্যামসাং। তবে মনে করা হচ্ছে BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে যেহেতু দেখা যাচ্ছে এই স্মার্টফোন তাই লঞ্চ হতে আর বেশী সময় নেবে না। খুব তাড়াতাড়িই এই বিষয়ে সুখবর পাব আমরা বলে মনে করছি।