স্মার্টফোনেরই একটা অংশ খুলে নিয়ে হয়ে যাবে স্মার্টওয়াচ, এমন অদ্ভুত পেটেন্ট ফাইল করেছে স্যামসাং

স্মার্টফোন কোম্পানিগুলোকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অদ্ভুত রকমের পেটেন্ট নিয়ে কাজ করতে দেখি। আমরা এর আগের দিনেই দেখেছিলাম নোকিয়া ফাইল করেছে সাউন্ড সোর্সকে ফলো করা ক্যামেরাযুক্ত স্মার্টফোনের পেটেন্ট। যেখানে ক্যামেরাটি যেদিক থেকে আওয়াজ আসছে সেই দিকেই ঘুরে যাবে অটোমেটিক্যালি। 

এবার স্যামসাংয়ের একটা পেটেন্ট চলে এলো সকলের সামনে। যেখানে দেখা যাচ্ছে এমন এক স্মার্টফোনের জন্য তারা পেটেন্ট ফাইল করেছে যার একটা অংশ খুলে নিয়ে হাতে স্মার্টওয়াচ হিসাবে পরিধান করা যাবে। এমনই তথ্য সামনে নিয়ে এসেছে 91মোবাইলস।

এই বিষয়ে স্যামসাং ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনে পেটেন্ট ফাইল করেছে। যেখানে দেখা যাচ্ছে স্মার্টফোনটি দেখতে অন্যান্য সাধারণ স্মার্টফোনের মতোই রেক্টাঙ্গুলার ডিজাইনের। এর উপরে পাতলা মতো কিছুটা অংশ খুলে ফেলা যাবে। সেটাকে পরবর্তীকালে স্মার্ট ফিটনেস ব্যান্ড (Smart Fitness Band) হিসেবে হাতে পরিধান করা যাবে। এমনকি হাত থেকে খুলে আবার সেই জায়গাতে পুনরায় এটাচ করে দেওয়া যাবে। 

জানেন কি : রিলায়েন্স জিও লঞ্চ করে দিল 3,499 টাকার প্রিপেড প্ল্যান, প্রত্যেকদিন পাবেন 3 জিবি ডেটা সাথে আরও বেনিফিট

যেটি সেই স্মার্টফোনের এক্সটেন্ডেড ভার্শন হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। সেই উপরের অংশটা হয়তো ডেট, টাইম বা নোটিফিকেশন ইত্যাদি শো করবে। এমনকি এটাও মনে করা হচ্ছে স্মার্টওয়াচ হিসেবে ব্যবহার করা কালীন স্মার্টফোনটা থেকেও এটাকে কন্ট্রোল করা যাবে। 

তবে এই পেটেন্ট ফাইল করার জন্য এপ্লাই করা হয়েছে 2018 সালে। এখন এই পেটেন্ট সবার সামনে আসছে। তাই স্যামসাং এই স্মার্টফোন নিয়ে কতটা অগ্রসর হয়েছে সেটা এখনই বোঝা সম্ভব হচ্ছে না। হয়তো অদূর ভবিষ্যতে আমরা এই ধরনের স্মার্টফোনের ডেমো ভার্শন দেখতে পাবো।  

নিঃসন্দেহে, স্মার্টফোন কোম্পানি গুলো যেন সায়েন্স ফিকশন থেকে উঠে আসায় কনসেপ্ট নিয়ে কাজ করে যাচ্ছে। এর আগেও আমরা দেখেছিলাম শাওমি জানিয়েছিল সাউন্ড চার্জিং টেকনোলজি, যেখানে শব্দের মাধ্যমে স্মার্টফোন চার্জ হয়ে যাবে। এছাড়াও এয়ার চার্জিং টেকনোলজি তো আমরা দেখেছিলামই।

স্মার্টফোন ইন্ডাস্ট্রি আর কয়েক বছরে রীতিমতো পরিবর্তন আসছে এই সমস্ত কিছু দেখে সেটাই বোঝা যায় ভালোভাবেই। এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। শ্রেষ্ঠ টেক-এর টেক আপডেট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই জয়েন করুন।  

Image Credit : 91mobiles