জিও এর আগেও বেশ কিছু আকর্ষণীয় প্ল্যান এনে গ্রাহকদের তাক লাগিয়ে দিয়েছে।
এবার জিও নিয়ে এলো বেশ কিছু আকর্ষণীয় ‘ওয়ার্ক ফ্রম হোম প্যাক’।
করোনাভাইরাস মহামারীজনিত কারণে গোটা দেশ লকডাউনের অধীনে, যার ফলে ইন্টারনেটের ইউস বহুগুণ বেড়েছে।
মানুষ বাড়ি থেকে কাজ করার জন্য, বাড়ি থেকে কিছু শেখার জন্য এবং এমনকি বাড়ি থেকে শেখানোর জন্য ইন্টারনেটের ওপর নির্ভর করে আছেন এখন। যদি আপনার কাছে কোনও ওয়ার্কিং ইন্টারনেট সংযোগ না থাকত তবে এই সমস্ত সম্ভব হতো না।
কি কি নতুন প্যাক এলো জিওতে ?
জিও ওয়ার্ক ফ্রম হোম ভাউচারস :
1.Rs 251: এই ভাউচার এভাবে আপনি 50 জিবি ডেটা,বৈধতা আপনার চালু প্ল্যানের বৈধতা অনুযায়ী।
2.Rs 201: এই ভাউচার এভাবে আপনি 40 জিবি ডেটা,বৈধতা আপনার চালু প্ল্যানের বৈধতা অনুযায়ী।
3. Rs 151: এই ভাউচার এভাবে আপনি 30 জিবি ডেটা,বৈধতা আপনার চালু প্ল্যানের বৈধতা অনুযায়ী।
বার্ষিক প্ল্যানস :
প্ল্যান 2399 : এই প্ল্যানে দৈনিক 2 জিবি ডেটা ও 100টি sms এর সঙ্গে আপনি পেয়ে যাবেন 365 দিনের বৈধতা।
আর পাবেন আনলিমিটেড অননেট কল এবং আদার্স নেটওয়ার্কে কল করার জন্য 12,000 মিনিট।
আরও জানুন : ভারতে একটি নতুন প্যাকেজ ডেলিভারি পরিষেবা চালু করলো উবের, নাম উবের কানেক্ট !
এছাড়াও পাচ্ছেন জিও অ্যাপস গুলিতে কম্প্লেমেন্টারি সাবস্ক্রিপশন।
প্ল্যান 2121:
এই প্ল্যানে দৈনিক 1.5 জিবি ডেটা ও 100টি SMS এর সঙ্গে আপনি পেয়ে যাবেন 336 দিনের বৈধতা।
আর পাবেন আনলিমিটেড অননেট কল এবং আদার্স নেটওয়ার্কে কল করার জন্য 12,000 মিনিট।
এছাড়াও পাচ্ছেন জিও অ্যাপস গুলিতে কম্প্লেমেন্টারি সাবস্ক্রিপশন।