এবার OPPO-র সাথে ভারতের লিডিং টেলিকম অপারেটর রিলায়েন্স জিও (Reliance Jio) পার্টনারশিপ করে দুর্দান্ত অফার নিয়ে এলো কাস্টমারদের জন্য। আপনি যদি চান OPPO A15 স্মার্টফোনটিকে অনেক কম দামে কিনে নিতে পারবেন।
কি সুবিধা পাওয়া যাবে?
OPPO A15 স্মার্টফোনে 3GB RAM ভেরিয়েন্টের লঞ্চ প্রাইস রাখা ছিল 10,490 টাকা। সেটা আপনি যদি রিলায়েন্স জিওর এই অফার গ্রহণ করেন তাহলে 999 টাকার হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে দিতে হবে মাত্র 9,999 টাকা।
শুধু মাত্র এখানেই শেষ নয়। জিও এক্সক্লুসিভ অফার হিসাবে আপনি NO COST EMI-এর সুবিধা পেয়ে যাবেন ছয় মাস পর্যন্ত। আর অ্যাডিশনাল বেনিফিট থাকবে 7,000 টাকা মূল্যের। অর্থাৎ এক কথায় অবিশ্বাস্য হলেও সত্যি করে তুলেছে রিলায়েন্স জিও। শুধুমাত্র নতুন ইউজারদের জন্যই নয়। তাদের সাথে সাথে পুরানো ইউজারদের জন্যও এই বেনিফিট থাকছে। এর জন্য একটা জিও সিম থাকলেই হবে।
জেনেনিন : সকলকে হতবাক করে দিয়ে Tesla নিয়ে আসতে চলেছে হিউম্যানয়েড রোবট, নাম Tesla Bot
OPPO A15 স্পেসিফিকেশন্স
OPPO A15 এর মধ্যে রয়েছে 6.52 ইঞ্চ এইচডি প্লাস ডিসপ্লে। ক্যামেরা হিসেবে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেনসর 13 মেগাপিক্সেলের। তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও।
প্রসেসর হিসাবে এর মধ্যে রয়েছে MediaTek Helio P35। পাওয়া যাবে 3GB RAM এবং 32GB স্টোরেজ ভেরিয়েন্ট এর সাথে। যেটাকে 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে। এছাড়াও পেয়ে যাবেন 4230mAh এর ব্যাটারি। রয়েছে 3.5mm হেডফোন জ্যাক। নিঃসন্দেহে এই অফারটা আপনার জন্য দারুন হতে পারে যদি এই ধরণের স্মার্টফোন আপনার প্রয়োজন হয়ে থাকে।