কমদামে ল্যাপটপ নিয়ে আসতে পারে Reliance Jio, নাম JioBook, ব্যবহার করা যাবে তাদের ইন্টারনেট কানেক্টিভিটি

reliance jio may launch laptop named jio book

2015 সালে জিও ভারতে লঞ্চ হওয়ার পর থেকেই একের পর এক নানা অফার নিয়ে আসতে থাকে। বলা যায় টেলিকম মার্কেটটিকে সম্পূর্ণ নিজেদের দখলে নিয়ে নেয় তারা। তারপর তারা নানা ধরনের প্রোডাক্ট লঞ্চ করতে থাকে। তাদের লঞ্চ করা জিও ফোন অধিক জনপ্রিয় ডিভাইস ভারতীয়দের কাছে। অত্যন্ত কম দামে অনেক সুবিধা পাওয়া যায় বলে Jio Phone অনেকেই ব্যবহার করেন। 

এবার মনে করা হচ্ছে Reliance Jio আনতে চলেছে কমদামি ল্যাপটপ। এর নাম তারা দিতে পারে JioBook। XDA Developers-এর কাছ থেকে পাওয়া তথ্যসূত্র অনুযায়ী এই খবর পাচ্ছি আমরা। 

2018 সালেই Qualcomm এর তরফ থেকে জানানো হয়েছিল যে তারা ভারতের কোম্পানি রিলায়েন্স জিওর সাথে কথোপকথন চালিয়ে যাচ্ছে। মূলত কম দামে ল্যাপটপ নিয়ে আসার জন্য প্রস্তুতি চালাচ্ছিল তারা। মনে করা হচ্ছে সেই প্রস্তুতি এবার সুফল পেতে চলেছে। 

জেনে নিন : আবার Flipkart সেল, এবার এল Grand Home Appliances Sale, জেনেনিন বিশেষ অফার গুলি

এই জিও বুকের সাহায্যে খুব সহজেই রিলায়েন্স জিওর কানেক্টিভিটি ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করা যাবে। যার ফলে অনেকটাই সুবিধা হবে সকল ইউজারদের। এখনও পর্যন্ত এই সমস্ত তথ্য জানা গেলেও আমরা এর লঞ্চ ডেট সম্পর্কে বা এর সমস্ত স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারিনি।তবে এটা নিশ্চিত ভাবেই বলা যায় জিওর অন্যান্য প্রোডাক্ট এর মতই এই প্রোডাক্টও লঞ্চ করার পর জোর টক্কর হবে বাজারে। 

এবার বর্তমান পরিস্থিতিতেও এই JioBook বাজারে এলে সাধারণ মানুষ কেমন ভাবে গ্রহণ করেন সেটাই এখন লক্ষণীয়।