রিলায়েন্স জিও চুপি চুপি লঞ্চ করে দিল তাদের একটি প্রিপেইড রিচার্জ প্ল্যান (Prepaid Recharge Plan)। পাওয়া যাবে বেশি বেশি ইন্টারনেট ও আরও অনেক সুবিধা। এই প্রিপেইড রিচার্জ প্ল্যান এর দাম ও বেনিফিট সম্পর্কে সমস্ত কিছু জেনে নিই বিস্তারিত ভাবে।
রিলায়েন্স জিও লঞ্চ করে দিল 3,499 টাকার প্রিপেড প্ল্যান
রিলায়েন্স জিও 3,499 টাকার প্রিপেড প্ল্যানে আপনি পেয়ে যাবেন প্রত্যেকদিন 3 GB ডেটা। প্রিপেইড প্ল্যানটির ভ্যালিডিটি 365 দিন। অর্থাৎ আমরা পাচ্ছি মোট 1095 GB ডেটা এই প্ল্যানে। আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পাওয়া যাবে। আর পাওয়া যাবে প্রতিদিন 100 টা করে SMS। তার সাথে জিওর অ্যাপ্লিকেশনগুলো বিনামূল্যে ব্যবহার করতে পারা যাবে। যার মধ্যে রয়েছে জিওটিভি, জিও সিনেমা, জিও নিউজ, জিও সিকিউরিটি, জিও ক্লাউড এর মত অ্যাপ্লিকেশন গুলো।
নিঃসন্দেহে আপনি যদি সারা বছর ধরে নির্ঝঞ্ঝাট থাকতে চান রিচার্জ করার বিষয়ে। আর তার সাথে প্রতিদিন যদি বেশি বেশি ডেটা আপনার প্রয়োজন হয় তাহলে এই 3GB প্রতিদিন ডেটা তাহলে যুক্ত এই প্ল্যানটি আপনার জন্য খুব ভালো হবে। তবে এর মধ্যে আর অ্যাডিশনাল বেনিফিট কিছু থাকছে না।
প্রসঙ্গত উল্লেখ্য, অতিসম্প্রতি হয়ে গেছে রিলায়েন্স জিওর AGM 2021, সেখানেও তারা দারুন সব ঘোষণা করেছে। ঘোষণা করা হয়েছে Jio Phone Next সম্পর্কেও। অল্প টাকায় এই স্মার্টফোন দেশের জনগণের কাছে ফোরজি ইন্টারনেট পরিষেবা নিয়ে চলে আসবে।
গুগল ও জিও পার্টনারশিপে তৈরি করছে এই স্মার্টফোনটি। তার সাথে আরও বেশ কিছু বিষয়ে ঘোষণা করা হয়েছে এই রিলায়েন্স জিও AGM 2021-এ।
শ্রেষ্ঠ টেক-এর টেক আপডেট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই জয়েন করুন।