Reliance Jio লঞ্চ করে দিল Jio Extender6 AX6600 WiFi6 Mesh, সমস্ত জায়গাতেই পাবেন WiFi, জেনেনিন দাম ও স্পেসিফিকেশন্স

Jio Extender6 AX6600 WiFi6 Mesh

এর আগেও Jio Extender WiFi Mesh নামে এক ওয়াইফাই এক্সটেন্ডার লঞ্চ করে দিয়েছিল Reliance Jio। এবার আরও এক নতুন ওয়াইফাই এক্সটেন্ডার লঞ্চ করে দিল তারা। এই WiFi Extender এর নাম দেওয়া হয়েছে Jio Extender6 AX6600 WiFi6 Mesh এবং ইতিমধ্যে এটি এভেলেবেল করে দেওয়া হয়েছে jio.com সাইটে। 

কি কি নতুন ফিচার রয়েছে এই জিও এক্সটেন্ডারে ?

রিলায়েন্স জিওর এই নতুন জিও এক্সটেন্ডারে আপনি WiFi6 এর সাপোর্ট পেয়ে যাবেন। সাথে পাবেন 1Gbps পর্যন্ত স্পিড। এছাড়াও অসাধারণ সমস্ত স্পেকস পেয়ে যাবেন এই এক্সটেন্ডারে। জিও ক্লেইম করছে এটা আপনার নেটওয়ার্ক ক্যাপাসিটি কে চার গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে সক্ষম হবে এবং নিঃসন্দেহে যেটা ভিডিও স্ট্রিমিং থেকে শুরু করে গেমিং সবকিছুতেই দারুন এক্সপেরিয়েন্স দেবে আপনাকে।

এটি আপনার বাড়ির বা অফিসের WiFi ডার্ক জোন গুলিকেও দূর করবে খুব ভালভাবেই। এর ট্রান্সমিটার ক্ষমতা অত্যন্ত বেশি। ফলে আপনার সারা বাড়ি জুড়ে খুব সুন্দর এক্সটেন্ডেড wifi কভারেজ আপনি পেয়ে যাবেন। 

জেনে নিন :  শীঘ্রই আসতে চলেছে FAU-G গেমের Multiplayer মোড, খুশি হবেন গেমাররা

ডিভাইস এর মধ্যেই আপনি দুটো Gigabit Etharnet পোর্ট পেয়ে যাবেন এবং অবশ্যই এই এতে রয়েছে ওয়াইফাই সিক্স স্ট্যান্ডার্ড সাপোর্ট। অর্থাৎ আপনি PS5 ও ব্যবহার করতে পারবেন খুবই ভালোভাবে। পাবেন 128MB Nand ও 256MB RAM এর সাপোর্ট। এর সাইজটাও ট্রায়াঙ্গুলার ও দেখতেও খুব সুন্দর। 

Jio Extender6 AX6600 WiFi6 Mesh এর দাম

এর দাম রাখা হয়েছে 25,999 টাকা। শুধুমাত্র এখানেই শেষ নয়। আপনি যদি EMI এ নিতে চান তাহলে এই অপশনও এভেলেবেল রয়েছে। তবে সেই অপশন রয়েছে শুধুমাত্র ক্রেডিট কার্ডের জন্যই।

জিওর পেজে গিয়ে আপনি প্রাইসের নীচে View Details অপশনে ক্লিক করে এ বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন। প্রতি মাসে 1230.86 টাকা থেকে ইএমআই প্ল্যান শুরু হচ্ছে। তবে অবশ্যই আগে আপনার এরিয়ার PIN দিয়ে আপনি এই প্রোডাক্ট আপনার এরিয়ায় ডেলিভারি হবে কিনা সেটা যাচাই করে নেবেন। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।