সম্প্রতি টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) তাদের ক্রিকেট প্ল্যান হিসাবে লঞ্চ করে দিল 555 টাকার নতুন একটি রিচার্জ প্ল্যান। একই সঙ্গে লঞ্চ হয়েছে 2,999 টাকার নতুন ক্রিকেট প্ল্যান। চলুন দেরী না করে প্ল্যানসগুলিতে কেমন সুবিধা পাওয়া যাবে তা জেনে নেওয়া যাক।
Reliance Jio 555 টাকার Cricket Add-On প্ল্যান:
প্রথমেই আপনাকে জানিয়ে রাখি এটি পুরোপুরিভাবে নতুন প্ল্যান নয়। কারণ এর আগে সংস্থা একই খরচে একটি প্ল্যান অফার করত। যা প্রতিদিন আনলিমিটেড ভয়েস কলিং সুবিধার পাশাপাশি 1.5GB ডাটা এবং প্রতিদিন 100 টি SMS ব্যবহারের সুযোগ দিত। তবে মনে রাখতে হবে এটি কোম্পানির নতুন একটি 555 টাকার অ্যাড-অন প্ল্যান। যার মধ্যে ফ্রি কলিং এবং SMS সুবিধা পাওয়া যাবে না।
যদি এই প্ল্যানের বেনিফিটের দিকে নজর রাখে তবে এক্ষেত্রে থাকছে সম্পূর্ণ বিনামূল্যে Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন। যার সাহায্যে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট IPL 2022 দারুন ভাবেই উপভোগ করা যাবে। একই সঙ্গে রয়েছে মোট 55GB Data। তাছাড়াও পাবেন Jio TV, JioSecurity, JioCinema, Jio Apps এবং JioCloud-এর মত Apps এর বেনিফিট। রিচার্জ প্ল্যানের মেয়াদ রাখা হয়েছে 55 দিন।
জেনেনিন : BGMI গেমের মধ্যেই পেয়ে যাবেন Lamborghini গাড়ি, এখুনি দেখেনিন সমস্ত বেনিফিট
Reliance Jio 2,999 টাকার Cricket প্ল্যান:
Jio-র পরবর্তী রিচার্জ প্ল্যানটি হল সংস্থার একটি বার্ষিক প্ল্যান। যার মধ্যে ইনক্লুড রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং বেনিফিট, 100 টি SMS প্রতিদিন এবং তারই সাথে প্রতিদিন 2.5GB ইন্টারনেট ব্রাউজিং এর সুবিধা। অর্থাৎ 365 দিনের জন্য ব্যবহারকারীরা পাবেন মোট 912.5GB Data। তাছাড়াও Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন এবং Jio Apps একসেসের সুবিধা তো রয়েছেই।
অর্থাৎ তুলনামূলকভাবে দেখতে গেলে Reliance Jio-র প্ল্যান গুলি বেশ সুবিধাজনক। কারণ এক্ষেত্রে আপনাকে Disney+ Hotstar উপভোগের জন্য আলাদাভাবে 499 টাকা অতিরিক্ত রিচার্জ করতে হবে না। তাই আপনি যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন তবে নিজের প্রয়োজন অনুযায়ী রিচার্জ প্ল্যান অ্যাক্টিভ করতে পারেন আর তারই সাথে উপভোগ করুন এই IPL 2022-এর মরশুম।
এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!