জুম ,গুগোল মিট ইত্যাদির মত ভিডিও কনফারেন্সিং অ্যাপস গুলোর সঙ্গে পাল্লা দিতে জিও নিয়ে এলো তার ভিডিও কনফারেন্স অ্যাপ জিও মিট।
Android ও iOS উভয় প্ল্যাটফর্মেই হবে জিও মিট উপলব্ধ।
বৃহস্পতিবার Reliance Industries Limited (RIL) এর তরফ থেকে অ্যাপটি ঘোষণা করা হয়।
জিও মিট যদিও জিওর প্রথম ভিডিও কলিং অ্যাপ নয়, এর আগেও জিও ভিডিও কনফারেন্সিং অ্যাপস নিয়ে কাজ করেছে।
আপনাকে নিজের ইমেল Address ও পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে এই অ্যাপ এর সাইন আপ করতে হলে।
জিও প্রমিস করেছে যে এই ভিডিও কনফারেন্সিং অ্যাপ এ এইচডি কোয়ালিটি ভিডিও কলিং করা যাবে।
আপনি গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর দুটি প্লাটফর্ম থেকেই এই অ্যাপটি ইনস্টল করতে পারেন।
মূলত লকডাউনের সময় শিক্ষাব্যবস্থা, চিকিৎসাক্ষেত্র প্রভৃতি ক্ষেত্রে ভিডিও কলিং এর চাহিদা অত্যন্ত পরিমাণ বেড়ে যাওয়ায় এই অ্যাপটি আনা হয়েছে।
আরও জানুন : রিলায়েন্স জিওর এই রিপোর্ট দেখলে হতবাক হয়ে যাবেন ! তাদের গ্রোথ অবিশ্বাস্য !
জিও বলেছে যে ইউজারদের সিকিউর এবং সরল ভিডিও কলিং এক্সপেরিয়েন্স দেওয়ার জন্যই এই অ্যাপটি লঞ্চ করা হলো।
কোম্পানি তার আগের ভিডিও কলিং অ্যাপ জিও চ্যাট এর কি করবে সে সম্বন্ধে কোন তথ্য দেয়নি।
জিও মিটের অফিশিয়াল ওয়েবসাইট ক্লেম করেছে যে এটি ইউস করে একসঙ্গে 100 জন পার্টিসিপেন্ট ভিডিও কল করতে পারবেন ।
এই অ্যাপ্লিকেশন সম্পর্কে আরও তথ্যের জন্য আমরা অপেক্ষা করে রয়েছি !