রিলায়েন্স জিও এনাউন্স করে দিল JioTv+ সম্পর্কে, কি কি বিশেষ সুবিধা পাবেন এখানে জেনে নিন বিস্তারিত

লঞ্চের পর থেকেই টেলিকম ইন্ডাস্ট্রিতে এক বিপ্লব এনে দিয়েছে রিলায়েন্স জিও। শুধুমাত্র এখানেই থেমে থাকেনি তারা। আরও নতুন নতুন টেকনোলজি নিয়ে আসছে তারা তাদের সার্ভিসকে আরো ইউজারদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে । 

এবার রিলায়েন্স জিও অ্যানাউন্স করে দিয়েছে তাদের নিজস্ব JioTv+ সম্পর্কে। যার মধ্যে আপনি ইন্টারেস্টিং সব সুবিধা পাবেন ।

কি কি সুবিধা পাবেন JioTv+ এর মধ্যে ? 

JioTv+ এর মধ্যে মেজর OTT প্ল্যাটফর্ম যেমন Netflix, Amazon Prime, Youtube, Jio Saavn, Zee5, JioCinema, SonyLIV, Voot, Disney+ Hotstar সমস্ত কিছুর  সুবিধা আপনি পাবেন এক জায়গাতেই।  

অর্থাৎ এই একই জায়গাতে আপনি মুভি, টিভি শো থেকে শুরু করে গান এবং আরও অনেক কিছু পেয়ে যাবেন যা সত্যিই একটা দারুণ ব্যাপার ।

JioTv+ কে আপনি ব্যবহার করতে পারবেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর সাহায্যে। যার ফলে আপনার সার্চ করতে অসুবিধা হবে না।

আর প্রত্যেকটি প্লাটফর্মের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড এর ব্যবস্থা করে রাখতে হবে না আপনাকে। একই পাসওয়ার্ড এর মধ্যে সমস্ত প্ল্যাটফর্মের সুবিধা আপনি পেয়ে যাবেন এমন ব্যবস্থায় করেছে তারা। 

আরও জানুন : 16ই জুলাই ভারতে লঞ্চ হবে Vivo X50 সিরিজ, টক্কর হবে ওয়ান প্লাস নর্ডের সাথে !

এর আগে আমরা দেখেছিলাম একের পর এক বিশ্ব বিখ্যাত কোম্পানিগুলোর কাছ থেকে ফান্ডিং পেয়েই চলেছে রিলায়েন্স জিও । যেমনটি এবার তারা পেল গুগলের কাছ থেকেও । 

তাই ভবিষ্যতে আরও অনেক চমক তারা নিয়ে আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে।