আপনি যদি Reliance Jio এর Prepaid কাস্টমার হন। তাহলে তাদের এই আকর্ষণীয় প্ল্যান দুটি অবশ্যই দেখে নিন। এগুলিতে পাবেন প্রত্যেকদিন 2GB করে ডেটা। থাকছে আরও আকর্ষণীয় সুবিধা। উপভোগ করুন বছরভর।
Reliance Jio-র 2,399 টাকার প্ল্যান
প্রথমেই আসি জিওর 2,399 টাকার প্যাকটির সম্বন্ধে। এই প্যাকে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কল (Unlimited Voice Call)। তার সাথে 100 টা করে SMS এবং 2 GB করে আনলিমিটেড ইন্টারনেট প্রত্যেক দিনের জন্য। প্ল্যানটির বৈধ্যতা 365 দিন। অর্থাৎ এতে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ 730GB ডেটা।
এখানেই শেষ নয়। দেখেনি এর অন্যান্য অফার গুলো সম্বন্ধে। রয়েছে জিওর অন্যান্য অ্যাপস ব্যবহার করার সুযোগ। জিও টিভির (Jio TV) মাধ্যমে আনলিমিটেড টিভি শো এবং জিও সিনেমাতে (Jio Cinema) আনলিমিটেড মুভি পেয়ে যাচ্ছেন। জিও নিউজ অ্যাপও (Jio News) থাকছে। আর আপনার স্টোরেজের জন্য জিও ক্লাউডের (Jio Cloud) সুযোগ রয়েছে। এছাড়া জিও সিকিউরিটি (Jio Security) অ্যাপ থাকছে।
Reliance Jio-র 2,599 টাকার প্ল্যান
এবার দেখেনিন জিওর সর্বাধিক মূল্যের প্যাকটির সম্পর্কে বিস্তারিত। 2,599 টাকার জিওর ক্রিকেট প্ল্যানে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কল এবং 100 টা করে SMS প্রত্যেক দিনের জন্য। পেয়ে যাবেন 2GB করে ডেটা প্রতিদিন এবং এর সাথে এক্সট্রা 10GB। অর্থাৎ সম্পূর্ণ 740GB।
জেনে নিন : Reliance Jio পুনরায় ফিরিয়ে নিয়ে এল 98 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান, থাকছে আরও অনেক বেনিফিট
এরপর দেখে নেওয়া যাক, এই প্যাকে আর কী কী এক্সট্রা আকর্ষণীয় অফার নিয়ে এসেছে Reliance Jio। থাকছে একবছরের জন্য 399 টাকার ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar) সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া পাবেন জিওটিভি (JioTV) এবং জিওসিনেমা (Jio Cinema), যার মাধ্যমে আপনি আনলিমিটেড টিভি শোস্ এবং আনলিমিটেড মুভি উপভোগ করতে পারবেন। সাথে জিও নিউজ (Jio News), জিও ক্লাউড (Jio Cloud) এবং জিও সিকিউরিটি (Jio Security) ইত্যাদি অ্যাপসের সুবিধাও থাকবে সারাবছর। প্ল্যানটির বৈধতা 365 দিন।
সবশেষে বলা যায়, আপনি যদি রিলায়েন্স জিওর প্রিপেইড কাস্টমার হন। আপনার যদি প্রত্যেকদিন 2GB করে ডেটার প্রয়োজন হয়। এবং তারই সাথে সারা বছর ধরেই নির্ঝঞ্ঝাট থাকতে চান বারবার রিচার্জ করা থেকে। তাহলে এই দুটি প্ল্যান অসাধারণ হবে আপনার জন্য।
তারই মধ্যে 2,599 টাকার প্ল্যানে আপনি এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টার এর সুবিধা পেয়ে যাচ্ছেন। এটাও দারুণ একটা ব্যাপার। এইটা যদি আপনার প্রয়োজন হয়। তাহলে নিঃসন্দেহে আপনি 2,599 টাকার প্ল্যান বেছে নিতে পারেন।