Reliance Jio-র রয়েছে Multi Recharge বেনিফিট, এই কাজটি করে রেখে টাকা বাঁচাতে পারেন, এখুনি জেনেনিন বিস্তারিত

এয়ারটেল (Airtel) ও ভোডাফোন-আইডিয়া (Vi) তাদের প্রিপেইড প্লানগুলোর দাম বাড়িয়ে দিয়েছে আগেই। গতকালই রিলায়েন্স জিও ঘোষণা করেছে তাদের প্ল্যানের দাম বৃদ্ধির কথা। যেটা কার্যকর হয়ে যাবে ডিসেম্বরের 1 তারিখ থেকে। অর্থাৎ হাতে আর মাত্র কয়েকটা দিন রয়েছে। এই পরিস্থিতিতে জিও গ্রাহকদের মনে বেশ কিছু প্রশ্ন জাগছে। প্রশ্ন জাগছে আগাম রিচার্জ (Advance Recharge) করে নেওয়ার ব্যাপারে। যার ফলে বেশ কিছু টাকা বেঁচে যেতে পারে আপনার। সেই বিষয়েই আপনাদের জানাবো আজকে। 

Reliance Jio-র মধ্যে রয়েছে Multi Recharge-এর সুবিধা 

আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকেই রিলায়েন্স জিওর নতুন প্রিপেইড প্ল্যান রিচার্জ করতে হবে আমাদের। অর্থাৎ সেই বর্ধিত মূল্যেই রিচার্জ করতে হবে ডিসেম্বরের 1 তারিখ থেকে। হাতে এখনও কয়েকটা দিন রয়েছে। এই পরিস্থিতিতে আপনার বর্তমান প্ল্যানের ভ্যালিডিটি শেষ না হলেও আপনি যদি আগাম রিচার্জ করে নেবেন ভাবেন, তবে নির্দ্বিধায় সেই কাজটি করে নিতে পারবেন।

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, রিলায়েন্স জিওর পক্ষ থেকে মাল্টি রিচার্জের জন্য কোনো রকম লিমিটেশন নেই। অর্থাৎ আপনি যত খুশি প্রিপেইড প্ল্যান আগাম রিচার্জ করে রাখতে পারবেন এখন থেকেই। একটা প্ল্যান শেষ হওয়ার পর অটোমেটিক ঠিক তারপরের রিচার্জ করা প্ল্যানটি চালু হয়ে যাবে। আপনার কোনো রকম অসুবিধা হবে না। এমনকি একাধিক রিচার্জ করা থাকলে আপনি MyJio অ্যাপ্লিকেশনে গিয়ে সেগুলো কে মনিটর করতেও পারবেন। 

জেনেনিন : Poco শীঘ্রই ভারতে লঞ্চ করতে পারে Gaming Laptop, জেনেনিন স্পেসিফিকেশন্স সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

মনে করুন আপনার এখন 100 টাকার রিচার্জ করা রয়েছে। যার ভেলিডিটি এখনো শেষ হয়নি। এই পরিস্থিতিতে আপনি চাইছেন তার থেকে বেশি 300 টাকার প্ল্যান রিচার্জ করে রাখতে। আপনি সেই কাজটা করে নিতে পারবেন। আর আপনি যদি চান এই দুটোর পরেও আপনি আরও একটা রিচার্জ করে রাখবেন যেটা আগের 100 টাকার রিচার্জ প্ল্যান হবে। তাহলে সেটাও আপনি করে রাখতে পারবেন। এবং পরস্পর একটা প্ল্যান শেষ হলে ঠিক তার পরের প্ল্যানটি চালু হয়ে যাবে। কোন রকম অসুবিধা হবেনা। 

আগাম কত রিচার্জ করে রাখা যাবে? 

এইরকম কতগুলো রিচার্জ আগাম করে রাখতে পারবেন এই বিষয়ে প্রশ্ন জাগলে জেনে রাখুন। আপনি চাইলে কয়েক বছরের আগাম করেও রাখতে পারেন।সেটা 10 বছরের হতে পারে বা 50 বছরেরও হতে পারে। তবে যুক্তিযুক্ত হবে আপনি যদি 1 বছরের আগাম রিচার্জ করে রাখেন। সেটা দারুণ হবে আপনার জন্য। এমনকি আপনার বেশ কিছু টাকাও বেঁচে যাবে। আপনি যদি আগামী এক বছরের প্যাক রিচার্জ এখনই করে রেখে দেন। তবে প্রয়োজন পড়লে তবেই করুন।  

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।